For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার অভিযোগ একে একে তুড়ি মেরে ওড়ালেন দিলীপ, বললেন আরএসএস ঠিক করেছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ঠিক করেছে আরএসএস জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা-কাণ্ডের সুযোগ নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আরএসএস-বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। গত দুদিন ধরে রাত ১২টা-১টায় জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে আতঙ্ক তৈরি করছে ওঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ঠিক করেছে আরএসএস জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছে।

মমতার এক এক অভিযোগ তুড়ি মেরে ওড়ালেন দিলীপ, বললেন আরএসএস ঠিক করেছে

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, জাতি যখন সঙ্কটে পড়ে তখন এক হয়ে লড়াই করতে হয়। দেশপ্রেমের জোয়ারে ভাসছেন সকলে, আবেগের ঝড় উঠেছে দেশে। আরএসএসের লোকেরা জাতীয়তাবাদী, তাই জাতীয় পতাকা নিয়ে বেরনো স্বাভাবিক ব্যাপার। ওরা বেরিয়ে ঠিক করেছে। আমাদের চাপে ওনারা রাস্তায় নেমেছেন, এটা দেশভক্তির পরিচয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঙ্গা নিয়ে বিজেপিকে তোপ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ধূলাগড়, বসিরহাট, কালিয়াচকের দাঙ্গায় দায় কার? কোথায় ছিল প্রশাসন, কে দায়ী ছিল? কতজনকে সাজা দিয়েছেন? রাজ্যে বোমার কারখানা পাওয়া যাচ্ছে, রাজ্যকে বিপন্ন করে তুলছেন।

[আরও পড়ুন:'পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ', কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ][আরও পড়ুন:'পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ', কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ]

এদিন পুলওয়ামা-কাণ্ড নিয়ে মমতার আক্রমণের জবাবে দিলীপ বলেন, সবাই যখন একযোগে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সরকারকেই তোপ দাগছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদল বৈঠক ডেকেছিলেন, সেখানে কড়া স্টেপ নেওয়ার কথা হয়েছিল। প্রতিবাদ করেছিলেন তৃণমূলের সাসংদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কড়া স্টেপ নেওয়ার নামে আপনরা যদি যুদ্ধ বাঁধিয়ে দেন, তার দায় আমরা কেন নেব। এ প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, তবে কি সেনারা যে মারা দেল তার দায় নেবেন আপনারা।

[আরও পড়ুন:পুলওয়ামা জঙ্গি হামলায় গাফিলতি যাঁদের তাঁদেরও শাস্তি চান মমতা, নিশানায় মোদী সরকার][আরও পড়ুন:পুলওয়ামা জঙ্গি হামলায় গাফিলতি যাঁদের তাঁদেরও শাস্তি চান মমতা, নিশানায় মোদী সরকার]

English summary
Time for talks with Pakistan is over, says PM Modi on Pulwama attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X