For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিছুদিন পর মুখ্যমন্ত্রীর চাকরি থাকবে না', কর্মসংস্থান নিয়ে মমতাকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির

'কিছুদিন পর মুখ্যমন্ত্রীর চাকরি থাকবে না', কর্মসংস্থান নিয়ে মমতাকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির

Google Oneindia Bengali News

ক'দিন পর আর মুখ্যমন্ত্রীর চাকরি থাকবে না। রাজ্যে বেহাল কর্মসংস্থান নিয়ে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছেন রাজ্য যুবকদের চাকরি দেওয়ার নাম করে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা। মিথ্যের বেসাতি শুরু করেছেন তিনি। কাজ না পেয়ে অসংখ্য যুবক তীব্র অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অধীরের সুরে সুর মিলিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীও।

মমতাকে আক্রমণ অধীরের

মমতাকে আক্রমণ অধীরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি নিয়ে মিথ্যের বেসাতি শুরু করেছেন। কদিন মুখ্যমন্ত্রীর চাকরিটাই থাকবে না বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের যুবকদের বেকারত্বের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন মমতা। ৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পুরোচাই ভাঁওতাবাজি বলে আক্রমণ শানিয়েছেন অধীর।

 সুজনের আক্রমণ

সুজনের আক্রমণ

প্রদেশ কংগ্রেস সভাপতির সুরে সুর মিলিয়ে আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি কটাক্ষ করে বলেছেন, জনগণের টাকায় পার্টির প্রচার চালাচ্ছেন মমতাষ বেকারদের সমস্যা নিয়ে ছেলে খেলা করছেন মুখ্যমন্ত্রী। বেকার যুবররাই এবার ভোট বাক্সে মমতাকে মোক্ষম জবাব দেবেন বলে দাবি করেছেন সুজন। রাজ্যের শিল্প নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণে বিঁধেছেন সুজন চক্রবর্তী।

৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি

৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি

৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের কথা মাথায় রেখেই এই চাকরির প্রতিশ্রুতি বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগের কথাও ঘোষণা করেছেন। তার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার। টেট পাস করা চাকরি প্রার্থীদের আবেদন জানাতে বলা হয়েছে। একে রাজনীতি ছাড়া আর কিছু বলতে চাইছেন না বিরোধীরা।

শিল্প ঘোষণা মমতার

শিল্প ঘোষণা মমতার

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এক গুচ্ছ শিল্প প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০টি তথ্য প্রযুক্তি সংস্থাকে ছাড় পত্র দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যে হাজার হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। মমতার এই ঘোষণা পুরোটাই ভাঁওতাবাজি বলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস-বামেরা।

English summary
Congress leader Adhir Chowdhury slams Mamata Banerjee over employment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X