For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্তা দিয়েই ক্ষান্ত নন, সটান কলেজে হাজির মমতা! ভর্তি-সমস্যা মেটাতে নয়া উদ্যোগ

শুধু বার্তা দিয়েই ক্ষান্ত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তির হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হঠাৎ হাজির হয়ে গেলেন কলেজে। আশুতোষ কলেজে গিয়ে তিনি কড়া বার্তা দিলেন।

Google Oneindia Bengali News

শুধু বার্তা দিয়েই ক্ষান্ত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তির হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হঠাৎ হাজির হয়ে গেলেন কলেজে। আশুতোষ কলেজে গিয়ে তিনি কড়া বার্তা দিলেন। বলেন, কোনও অভিযোগ শুনে আমি আসিনি, এসেছি নিজেই। কেন ভর্তি নিয়ে এই সমস্যা চলছে? টাকার জন্য ভর্তি হতে পারবে না ছাত্রছাত্রীরা- এই ঘটনা বরদাস্ত করা হবে না।

বার্তা দিয়েই ক্ষান্ত নন, সটান কলেজে হাজির মমতা! ভর্তি-সমস্যা মেটাতে নয়া উদ্যোগ

এদিন মুখ্যমন্ত্রী কলেজে উপস্থিত বয়ে বার্তা দেন, কেউ যেন কলেজে ভর্তিতে বাধা না পায়। সবাইকে ভর্তি নিতে হবে। আর তা না হলে কড়া ব্যবস্থা নিয়ে তিনি কসুর করবেন না। এই বার্তায় তিনি সাবধান করে দেন দলের ছাত্র সংগঠনের নেতাদের। উল্লেখ্য, এদিন তিনি এই ভর্তি ইস্যুতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জরুরি তলব করেছেন।

এবার তিনি যে নিজেই এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগেও কলেজে ভর্তিতে তোলাবাজির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর সতর্কতা সত্ত্বেও রাজ্যজুড়ে কলেজে ভর্তিতে শাসক দলের ছাত্রসংগঠনের তোলাবাজি অব্যহত রয়েছে। এবার তাই আসরে নেমেই রাশ টেনে ধরার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শিক্ষা্মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরর সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সটান আশুতোষ কলেজে হাজির হন। তিনি জানতে চান ভর্তির সমস্যা নিয়ে। তিনি লিখিত কোনও অভিযোগ না পেলেও, কানে অনেক কিছু শুনেছেন, কেন এমন সমস্যা হচ্ছে। শীঘ্রই তা বন্ধ করতে হবে, কলেজে ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্নে সারতে হবে। উল্লেখ্য, সবথেকে বেশি অভিযোগ এসেছে যে সমস্ত কলেজ থেকে, তার মধ্যে প্রথমের সারিতেই রয়েছে জয়পুরিয়া কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, আশুতোষ কলেজ।

এছাড়া কলকাতার প্রায় সবকটি কলেজেই এমন সমস্যা রয়েছে। বারাসত গর্ভমেন্ট কলেজ, শ্রীশচন্দ্র কলেজের পর জয়পুরিয়া কলেজ থেকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে। কলেজগুলিতে ছাত্র ভর্তির ঘটনায় 'তোলাবাজি'তে জড়িয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল নেতাদের নাম। তাই মুখ্যমন্ত্রী কলেজ পরিদর্শন

English summary
CM Mamata Banerjee visits surprisingly in Ashutosh College to solve admission problems. TMC leaders are alleged to take extra money for admission,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X