For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংরেজদের জয় উদযাপনে পুজো শুরু, নবকৃষ্ণের পুজো কেন শোভাবাজার রাজবাড়ির পুজো নামে পরিচিত

ইংরেজদের জয় উদযাপনে পুজো শুরু, নবকৃষ্ণের পুজো কেন শোভাবাজার রাজবাড়ির পুজো নামে পরিচিত

  • |
Google Oneindia Bengali News

উত্তর কলকাতার সাবেকি বনেদি বাড়ির পুজো ঘুরে দেখতে গেলে আপনাকে প্রথমেই যেতে হবে শোভাবাজার রাজবাড়িতে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম জনপ্রিয়, ঐতিহ্যের শোভাবাজার রাজবাড়ির পুজো।

মা দুর্গা এ বাড়িতে আমোদে ডুবে থাকেন

মা দুর্গা এ বাড়িতে আমোদে ডুবে থাকেন

সাবেক কলকাতা এই পুজো ঘিরে অনেক ইতিহাস রয়েছে। বলা হয়ে মা দুর্গা এই বাড়িতে আমোদে ডুবে থাকেন। বছরে একবারই মেয়ে বাপের বাড়িতে আসেন। সেই কারণেই দুর্গার মনোরঞ্জনের জন্য এবাড়িতে আগে কবির লড়াই, টপ্পা গানের আসর বসত।

দেবী এখানে আমোদিনী রূপে পূজিত হন

দেবী এখানে আমোদিনী রূপে পূজিত হন

গানের লড়াইয়েই শেষ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি বাইজি আনিয়ে এলাহি আয়োজনও করা হত একসময়। এখন অবশ্য কালের নিয়মে এসব অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়েছে। দেবীকে এখানে বাড়ির মেয়ে রূপে পুজো করা হয়, আর বাড়ির মেয়ের বিনোদনের জন্য আগে সব রকম আয়োজনই থাকত, সেই কারণেই সাবেক কলকাতায় দেবী এখানে আমোদিনী রূপে পূজিত হন বলে বলা হয়ে আসছে।

রবার্ট ক্লাইভের পলাশি জয়ের উদযাপনে পুজো শুরু

রবার্ট ক্লাইভের পলাশি জয়ের উদযাপনে পুজো শুরু

এই পুজোর ইতিহাসে রয়েছে ইংরেজ যোগ। রবার্ট ক্লাইভের পলাশির জয়ের উদযাপনে শোভাবাজার রাজবাড়িতে দুর্গা পুজো শুরু। পলাশি যুদ্ধে সিরাজের বিরুদ্ধে ইংরেজদের জয়ে, পুজোর প্রবর্তক নবকৃষ্ণ দেব সাহায্য করেছিলেন। ইংরেজদের জয় উদযাপন করতেই নবকৃষ্ণের বাড়িতে দুর্গা পুজো শুরু হয়।

নবকৃষ্ণের পুজোই পরে শোভাবাজারের রাজবাড়ির পুজো নামে পরিচত

নবকৃষ্ণের পুজোই পরে শোভাবাজারের রাজবাড়ির পুজো নামে পরিচত

পরবর্তী সময় নবকৃষ্ণের নামের আগে রাজা ও পরে বাহাদুর উপাধি যোগ হয়। ব্যবসায়ী শোভারাম বসাকের আউটহাউস কিনে বাড়ি তৈরি করেছিলেন নবকৃষ্ণ। শোভারাম বসাকের নামের বাজারে নবকৃষ্ণ দেবের সেই বাড়িরই পরিচয় হয় শোভাবাজার রাজবাড়ি।

পুজো কত বছরে পা দিল

পুজো কত বছরে পা দিল

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন। চলতি বছরে ঐতিহ্যের বনেদি বাড়ির এই পুজো ২৬৩ তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

বনেদি বাড়ির পুজো ২০২০ : কলকাতায় কোথায় কোথায় শিবের কোলে দুর্গা পূজিত হনবনেদি বাড়ির পুজো ২০২০ : কলকাতায় কোথায় কোথায় শিবের কোলে দুর্গা পূজিত হন

English summary
bonedi barir durga puja 2020: History of north kolkata's Shobhabazar Rajbari's durga pujo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X