For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ের ধারাভির আতঙ্ক এবার কলকাতায়! একের পর এক আক্রান্ত ভর্তি হাসপাতালে

মুম্বইয়ের ধারাভির আতঙ্ক এবার কলকাতায়, একের পর এক আক্রান্ত ভর্তি হাসপাতালে

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ধারাবি বস্তিতে সংক্রমণের আতঙ্ক এবার কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী ৪৮ ঘন্টায় উত্তর কলকাতার বেলগাছিয়ার একটি বস্তি থেকেই আক্রান্তের সংখ্যা ২ থেকে বেড়ে ছয় হয়েছে। অন্যদিকে ওই বস্তি থেকেই আরজি কর হাসপাতালে ভর্তি তিনজন ইতিমধ্যে মারা গিয়েছে। যদিও তাঁদের রোগ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ওই বস্তিতে প্রায় ৬০ হাজার মানুষের বাস।

বেলেঘাটা আইডিতে মৃত ১

বেলেঘাটা আইডিতে মৃত ১

বেলেঘাটা আইডিতে সোমবার রাতে বছর ৬১-র এক প্রৌঢ়ের মৃত্যু হয়। এই ব্যক্তির বাড়ি ওই বস্তির জেকে ঘোষ রোডে বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণে বেলেঘাটা আইডিতে এই প্রথম মৃত্যু। এলাকা সূত্রে জানা গিয়েছে, ৫ দিনে এলাকায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনে অন্য রোগে মৃত্যু হওয়ায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়ায় তা কবর দেওয়া হয়। কিন্তু বাকি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মেয়রের জরুরি বৈঠক

মেয়রের জরুরি বৈঠক

বেলগাছিয়ার পরিস্থিতিতে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও তিনি করেছেন। প্রতি বরোয় একজন ম্যানেজার ও ওয়ার্ড পিছু দুজন করে সহকারি ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে বেলগাছিয়া সহ শহরের সব বস্তিতেই স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি ঘুরে অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকা কার্যত সিল করে দেওয়া হয়েছে

এলাকা কার্যত সিল করে দেওয়া হয়েছে

এদিকে এই ঘচনার জেরে কার্যত সিল করে দেওয়া হয়েছে বেলগাছিয়া বস্তি এলাকা। বস্তি থেকে ঢোকা ও বেরনোর সব রাস্তাই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্দেশ কার্যকরী না হওয়ায় প্রশ্ন

নির্দেশ কার্যকরী না হওয়ায় প্রশ্ন

প্রায় দুসপ্তাহ আগে সব বস্তির ঘরে ঘরে গিয়ে অসুস্থদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনও ১০০ শতাংশ কার্যকর হয়নি। সূত্রের খবর অনুযায়ী বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এর আগে খিদিরপুর ও বউবাজারে দুই ফুটপাতবাসীর করোনা ধরা পড়েছিল।

 লকডাউন ৩ মে পর্যন্ত বেড়ে যাওয়ায় ভারতের কোন শিল্পক্ষেত্রে আশঙ্কার মেঘ! নয়া রিপোর্ট কী বলছে লকডাউন ৩ মে পর্যন্ত বেড়ে যাওয়ায় ভারতের কোন শিল্পক্ষেত্রে আশঙ্কার মেঘ! নয়া রিপোর্ট কী বলছে

English summary
As Belgachia slum dweller died at Beleghata ID Dharavi panic spreads in the area. Several residents of Belgachia have been infected with Coronavirus,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X