For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার উৎসের খোঁজে বিশ্বস্বাস্থ্য সংস্থার নজর চিনের দিকে! করোনা নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি হু-র

  • |
Google Oneindia Bengali News

করোনা অতিমারী শুরুর ৬ মাস পর এই প্রথম চিনে যাচ্ছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর প্রতিনিধিরা। করোনা অতিমারী নিয়ে যেভাবে গোটা বিশ্বের তোপের মুখে পড়েছে চিন, তেমনই তোপের মুখে হুয়ের কার্যকলাপ। এমন পরিস্থিতিতে চিনে যাচ্ছে হু এর প্রতিনিধি দল।

চিনে 'হু'

চিনে 'হু'

কোথা থেকে এলো করোনা ভাইরাস? এবার সেই খোঁজ করতে শেষমেশ চিনের মাটিতে যাচ্ছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা র প্রতিনিধিরা। গোটা বিশ্বের চাপের মুখে পড়ে করোনা নিয়ে তদন্তে সহায়তার আশ্বাস দেয় চিন। আর সেই আশ্বাস মতোই এবার হু এর তদন্তকারী দল চিনে যাচ্ছে। উল্লেখ্য, করোনা নিয়ে চিনের পাশাপাশি হু-কেও কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর তারপর বিশ্বের বিভিন্ন দেশের তরফে কার্যত কোণঠাসা হয়ে হু এই ব্যবস্থা নিচ্ছে।

 ভয়াবহতা নিয়ে হুঁশিয়ারি

ভয়াবহতা নিয়ে হুঁশিয়ারি

বিশ্বস্বাস্থ্য সংস্থা ফের একবার সাফ বার্তায় জানিয়েছে, করোনার প্রবল প্রকোপ এখনই কাটবে না। আরও বহুদিন ধরে এই ভয়াবহ গ্রাস বিশ্বকে আষ্টেপিষ্ঠে বেঁধে রাখবে। ফলে সতর্কতা এখনও প্রয়োজন।

 চিনে নয়া আতঙ্ক

চিনে নয়া আতঙ্ক

মার্কিন সায়েন্স জার্নালের খবর অনুযায়ী, জি ফোর নামের নয়া একটি বার্ড ফ্লু স্ট্রেইন চিনে দেখা গিয়েছে। যে স্ট্রেইন বার্ডফ্লুয়ের H1N1 থেকে আসছে। আর এই স্ট্রেইন থেকেই আতঙ্ক ছড়াচ্ছে।

করোনার ওপর বার্ড ফ্লু-র নয়া ভাইরাস

করোনার ওপর বার্ড ফ্লু-র নয়া ভাইরাস

২০০৯ সালে চিনে বার্ড ফ্লু অতিমারীর রূপ নিয়েছিল। এরপর ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত চিনের বিভিন্ন জায়গায় বহু শুয়োরের নাকের রস সংগ্রহ করেন বিজ্ঞানীরা। আর সেখান থেকেই এই নতুন ধারার বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান মিলেছে। যা অতি মারীর রূপ নিতে পারে বলে দাবি বিজ্ঞানীদের ।

ফের জঙ্গি নিশানায় মুম্বইয়ে তাজ হোটেল! করাচি হামলার 'বদলা' নিতে বড়সড় নাশকতার ছকফের জঙ্গি নিশানায় মুম্বইয়ে তাজ হোটেল! করাচি হামলার 'বদলা' নিতে বড়সড় নাশকতার ছক

English summary
WHO warns Pandemic far from over as it sends team to China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X