For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঘরে বাইরে আগ্রাসী চিন'-র লাদাখ-স্ট্র্যাটেজিতে নজরে রাখছে আমেরিকা! ট্রাম্প শিবিরের ঠান্ডা লড়াই জারি

'ঘরে বাইরে আগ্রাসী চিন' লাদাখে কীভাবে পিছু হটছে নজরে রাখছে আমেরিকা!ট্রাম্প শিবিরের ঠান্ডা লড়াই জারি

Google Oneindia Bengali News

ট্রাম্প আগেই জানিয়েছেন যে , লাদাখে যা করছে চিন, তা তাদের দেশের কমিউনিস্ট পার্টির আগ্রাসী মনোভাবের নামান্তর। গোটা বিশ্বকে তথা আমেরিকাকেও ক্ষতির পর ক্ষতির মুখে পড়তে হয়এছে চিনের জন্য বলে মত প্রকাশ বহু আগেই করেছে আমেরিকা। এবার লাদাখে চিনের সেনার পিছু হটে যাওয়া নিয়ে নজর কড়া করছে আমেরিকা।

পিছু হটছে চিন সেনা

পিছু হটছে চিন সেনা

সোমবারের শর্ত মতো, গালওয়ানের যে এলাকায় ১৫ জুন রক্তক্ষয়ী মল্লযুদ্ধ হয়েছে , সেখান থেকে সেনা ক্যাম্পের টেন্ট খুলে নিয়েছে চিন। যে অস্থায়ী জিনিস তারা নির্মাণ করছিল, তাও গুটিয়ে নিয়ে একাধিক গাড়িতে গন্তব্যে ফিরে গিয়েছে লালফৌজ।

 মার্কিন নজর

মার্কিন নজর

লাদাখে চিন ভারত সংঘর্ষ থেকে শান্তির পথে ফেরার দিকের পদক্ষেপের মিনিটে মিনিটের রিপোর্ট ওয়াশিংটনে পৌঁছে যাচ্ছে। এই শান্তির আবহের প্রতি মার্কিন সমর্থন রয়েছে বলে ওয়াশিংটনের তরফে এক সর্বভারতীয় দৈনিককে জানানো হয়েছে।

 ঘরে বাইরে আগ্রাসী চিন

ঘরে বাইরে আগ্রাসী চিন

এদিকে, হংকংয়ের পরিস্থিতি ও লাদাখ পরিস্থিতি করোনার মধ্যেই মাথাচাড়া দিতে দুই ইস্যুকে নিয়ে কার্যত চিনের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে রয়েছে আমেকরিকা। আমরিকার দাবি, চিন ঘরে ও বাইরে একই রকমের আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে। যা বিশ্বের পক্ষে ক্ষতিকর।

মূল্য চোকাতে হবে চিনকে!

মূল্য চোকাতে হবে চিনকে!

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, চিন যেভাবে লাগামহীন আগ্রাসন দেখাচ্ছে,তাতে তার মূল্য খুব শিগগিরিই তাদের চোকাতে হবে। ভারতের দেশ যেভাবে চিনকে শায়েস্তা করতে চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। সেই পথই চিনের প্রাপ্য বলে মনে করছে আমেরিকা।

 ট্রাম্পের ঘনিষ্ঠ মহল কী বলছে?

ট্রাম্পের ঘনিষ্ঠ মহল কী বলছে?

ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে, করোনার আবহেও যেভাবে চিন সমস্তদিক দিয়ে প্রতিবেশীদের ওপর হামলা দাগছে, তা মেনে নেওয়া যায়না। হিমালয় পার্বত্য এলাকায় যেভাবে লাদাখে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন তাকে ভালোভাবে নেয়নি আমেরিকাও। যাঁরা চিনের বিরোধিতায় ভারতকে নিজের পক্ষে বলে দাবি করেছে।

লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি

English summary
USA Takes look at Ladakh De escalation, here what they are saying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X