ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ১৭০০ বার আফটারশক, স্থায়ী হতে পারে টানা একবছর, বলছেন বিশেষজ্ঞরা
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা ভূমিকম্প হয়েছে। তীব্র ভূমিকম্পের পরে অন্তত ১৭০০ বার আফটার শক অনুভূত হয়েছে। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে গত কুড়ি বছরে এমন তীব্র আফটারশক অনুভূত হয়নি। যা অবশ্যই চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের। আফটারশকের সর্বোচ্চ তীব্রতা রিখটার স্কেলে ৫.৪ ছিল।

একটি শক্তিশালী ভূমিকম্পের পর এমনটাই জানা গিয়েছে। ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিশেষজ্ঞ জাচারি রস জানিয়েছেন এ ধরনের তীব্র ভূমিকম্পের পরে আফটারশক প্রায় বছর খানেক ধরে স্থায়ী হতে পারে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা যে অভিমত প্রকাশ করেছেন তাতে আমেরিকাবাসীর যে আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তা বলাই যায়।
প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। হতাহতের খবর না থাকলেও পরপর আফটারশকে আতঙ্ক ছড়িয়েছে।