For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আটকাতে বাইডেনের ডোজ, ১.৯ লক্ষ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা মার্কিন কংগ্রেসে

বাইডেনের ১.৯ লক্ষ কোটি ডলারের কোভিড প্যাকেজে সবুজ সংকেত দিল মার্কিন কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে করোনা নিধন যজ্ঞ। হু-এর কোভিড মোকাবিলার কৌশল 'কোভ্যাক্স-ফেসিলিটি' ইতিমধ্যেই ১৯০টি দেশের প্রায় ২০% মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার অঙ্গীকার করেছে। সেই একইপথে এগোল মার্কিন সরকারও। ক্ষমতায় আসার পর সর্বপ্রথম বৃহৎ পদক্ষেপ হিসেবে প্রায় ১.৯ লক্ষ কোটি মার্কিন ডলারের 'কোভিড প্যাকেজ' ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ট্রাম্পের রাজনৈতিক দল 'রিপাবলিকান পার্টি'-র তরফে বিরোধিতা এলেও তা ধোপে টেকেনি, খবর হোয়াইট হাউস সূত্রে।

প্রতিশ্রুতি বজায় রাখলেন বাইডেন

প্রতিশ্রুতি বজায় রাখলেন বাইডেন

কোভিড প্যাকেজ ঘিরে বেশ কিছুদিন ধরেই মার্কিন মুলুকে চলছিল রাজনৈতিক তর্জা। অবশেষে বহু লড়াইয়ের মার্কিন কংগ্রেসে পাশ হল করোনা প্যাকেজের বিল। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবার তাতে সিলমোহর দেবেন বাইডেন। ক্ষমতায় আসার আগেই এহেন কোভিড প্যাকেজ আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন, তা রাখতে দেখে স্বভাবতই খুশি মার্কিন নাগরিকরা। যদিও রিপাবলিকানদের সাফ বক্তব্য, এহেন বিলে খুব একটা লাভ হবে না আমেরিকানদের!

ভোটাভুটিতে মার্কিন কংগ্রেসে জিতলেন ডেমোক্র্যাটরা

ভোটাভুটিতে মার্কিন কংগ্রেসে জিতলেন ডেমোক্র্যাটরা

হোয়াইটহাউস সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিলের বিষয়ে সর্বশেষ ভোটাভুটিতে ২২০-২১১ ভোটে বিলটি পাশ হয়। জানা গেছে, শুক্রবার বিলে চূড়ান্ত সই করবেন বাইডেন। ইতিপূর্বে নির্বাচনী প্রচারেই এই বিল নিয়ে সরব হন বাইডেন। কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ব্যর্থ হওয়ার কারণ যে সঠিক কোভিড রিলিফ প্যাকেজের অভাব, সে বিষয়েও জানিয়েছিলেন বাইডেন। স্বাভাবিকভাবে টিকাকরণ দ্রুত করার ক্ষেত্র যে সুগম করবে এই বিল, তা স্পষ্ট আন্তর্জাতিক রাজনীতিবিদদের মন্তব্যেই।

এর আগে শত চেষ্টাতেও পাশ হয়নি বিল

এর আগে শত চেষ্টাতেও পাশ হয়নি বিল

জনসাধারণের আর্থিক অবস্থা অনুকূল করার লক্ষ্যে একটি করোনা রিলিফ প্যাকেজ তৈরি করার লক্ষ্যে এর আগে মার্কিন কংগ্রেসে এই একই বিল প্রস্তাব করা হয়। যদিও তা পাশ হয়নি। এদিকে ক্ষমতায় আসার মাত্র সাত সপ্তাহের মধ্যেই বাইডেনের উদ্যোগে অভিভূত মার্কিনিরা। সূত্রের খবর, এই বিলের আওতায় অধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অধিকাংশ মার্কিনির অ্যাকাউন্টে ১,৪০০ ডলার দেওয়ার কথাও বলা হয়েছে বিলে। পাশাপাশি ট্যাক্স বা বাড়ি ভাড়ার ক্ষেত্রেও ছাড়ের কথা বলা হয়েছে বিলে।

ধোপে টিকল না রিপাবলিকানদের দাবি

ধোপে টিকল না রিপাবলিকানদের দাবি

উন্নতি প্রকল্পের এহেন বিলের অবশ্য বিরোধিতা করেছে রিপাবলিকানরা। বাইডেনের বিলকে 'বামপন্থী লিবারাল বিল' বলে দাবি করেছে ট্রাম্পের দল। রিপাবলিকানদের দাবি, এই বিল ধ্বংস করবে মার্কিন অর্থনীতিকে। যদিও ডেমোক্র্যাটদের সাফ বক্তব্য, করোনাকালে মার্কিন নাগরিকদের জীবনকে যেভাবে দুঃসহ করে তুলেছিল ট্রাম্প প্রশাসন, সেই অবস্থা থেকে ফিরতে প্রয়োজনীয় বাইডেনের এই বিল। পাশাপাশি মার্কিন কংগ্রেসে সদ্য পাশ হওয়া এই বিল জনসাধারণের উন্নতিকল্পে যে প্রভূত কাজে লাগবে, সে বিষয়ে আশাবাদী আন্তর্জাতিক অর্থনীতিবিদদের একাংশ।

ভিডিওতেই লুকিয়ে সব সত্যি! নন্দীগ্রাম কাণ্ডে মমতাদের পাল্টা তোপ বিজেপিরভিডিওতেই লুকিয়ে সব সত্যি! নন্দীগ্রাম কাণ্ডে মমতাদের পাল্টা তোপ বিজেপির

English summary
near 2 trillion package passed in US Congress to stop coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X