For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক প্রধান জাকারবার্গকে বাড়িতে পেয়ে মুগ্ধ আমেরিকান দম্পতি

শুক্রবার সন্ধ্যায় ডিনারের জন্য তৈরি হচ্ছিলেন লিসা ও ড্যানিয়েল মুর। খেতে বসার ১৫ মিনিট আগে তাদের জানানো হয় যে তাদের সাথে ডিনার খেতে আসছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তারা তো অবাক!

  • By Bbc Bengali

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি শহর নিউটন ফলস্।

এখানেই থাকেন ড্যানিয়েল মুর এবং তার স্ত্রী লিসা।

শুক্রবার সন্ধ্যায় তারা ডিনারের জন্য তৈরি হচ্ছিলেন।

খেতে বসার ১৫ মিনিট আগে তাদের জানানো হয় যে তাদের সাথে ডিনার খেতে আসছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তারা তো অবাক।

পরে পুরো ঘটনা জানালেন মি. মুর।

তিনি বললেন, ফেসবুক প্রধান তার কর্মচারীদের বলেছিলেন তিনি এমন একজনের সাথে দেখা করতে চান যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগে বারাক ওবামাকে ভোট দিলেও এবার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন।

সেইমতো ফেসবুকের কর্মচারীরা অনেক খোঁজ করে মুর দম্পতিকে আবিষ্কার করে।

কিন্তু তাদের জানানো হয় যে তাদের সাথে দেখা করতে চান ক্যালিফোর্নিয়ার একজন ধনী ব্যবসায়ী, যিনি সমাজসেবার সাথে জড়িত।

অতিথির পরিচয়ও গোপন রাখা হয়।

এরপর মি. মুর শুক্রবার ডিনারের আয়োজন করলে ১৫ মিনিট আগে জানানো হয় যে এই গোপন অতিথির নাম মার্ক জাকারবার্গ।

পরে নিজের ওয়েবসাইটের মাধ্যমে মি. জাকারবার্গ তার আতিথেয়তার জন্য মুর দম্পতিকে ধন্যবাদ জানান।

মি. মুরও ফেসবুকের মাধ্যমে তার অতিথির প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সফর করার ওপর গত জানুয়ারি মাসে মার্ক জাকারবার্গ নিজেকে একটি চ্যালেঞ্জ দিয়েছেন।

এরপর থেকেই তিনি বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াচ্ছেন।

তবে এই ঘোরাঘুরির মাধ্যমে তিনি ভবিষ্যতে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চান কিনা, তা নিয়ে জল্পনাকল্পনাও চলছে।

English summary
US couple gets happy to receive facebook chief Zuckerberge at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X