For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আল্ট্রাসাউন্ড কম্পনের মাধ্যমে খতম হতে পারে করোনা ভাইরাস, নতুন তথ্য উঠে এল সমীক্ষায়

আল্ট্রাসাউন্ড কম্পনের মাধ্যমে খতম হতে পারে করোনা ভাইরাস, নতুন তথ্য উঠে এল সমীক্ষায়

Google Oneindia Bengali News

মারণ রোগ করোনা ভাইরাসের প্রকোপ ফের মাথা চাড়া দিয়ে উঠছে। আর এই কোভিড–১৯ নিয়ে প্রায়দিনই নতুন খোঁজ সামনে আসছে। তেমনি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

আল্ট্রাসাউন্ড কম্পন

আল্ট্রাসাউন্ড কম্পন

নতুন সমীক্ষায় বলা হয়েছে, আল্ট্রাসাউন্ড কম্পনে সার্স-কোভ-২, যার কারণে করোনা ভাইরাস হয়, তা খতম হয়ে যাওয়ার সম্ভাবনা র‌য়েছে। কম্পিউটার সিমুলেশন ব্যবহারকারী এক সমীক্ষা অনুসারে, মেডিক্যাল ডায়গানস্টিক ইমাজিংয়ে ব্যবহার করা হয় এমন ফ্রিকোয়েন্সির ভেতরে এই ভাইরাসকে শেষ করে দেওয়ার সক্ষমতা রয়েছে।

নষ্ট হয়ে যাচ্ছে করোনার ভাইরাস

নষ্ট হয়ে যাচ্ছে করোনার ভাইরাস

আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) গবেষকরা করোনা ভাইরাসগুলির যান্ত্রিক প্রতিক্রিয়াটিকে বিভিন্ন স্পন্দনের সঙ্গে মিলিয়ে দেখার জন্য মেকানিক্যাল রেসপন্স মডেল তৈরি করেছেন। গবেষকরা এ ক্ষেত্রে দেখেন, ২৫ আর ১০০ মেগাহর্টেজের মাঝের কম্পনে ভাইরাসের শেল আর স্পাইককে নষ্ট করে দিয়েছে এবং এক মিলি সেকেন্ডের কিছু সময়ে ভাইরাস পুরোপুরি ভাঙতে শুরু করে দেয়। নতুন এই অনুসন্ধানটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ মেকানিকস অ্যান্ড ফিজিক্স অফ সলিডসে।

আল্ট্রাসাউন্ড–ভিত্তিক চিকিৎসা

আল্ট্রাসাউন্ড–ভিত্তিক চিকিৎসা

এই নতুন খোঁজের বিষয়ে বলা হয়েছে যে এর প্রভাব হাওয়া ও জল উভয় ক্ষেত্রেই দেখতে পাওয়া গিয়েছে। গবেষকের দল জানিয়েছেন যে এই খোঁজ ইঙ্গিত দিচ্ছে যে করোনা ভাইরাসের জন্য আল্ট্রাসাউন্ড-ভিত্তিক চিকিৎসা কাজে আসতে পারে। এর মধ্যে সামিল রয়েছে সার্স-কোভ-২ ভাইরাসও।

 কম্পনের প্রভাবে নষ্ট হবে ভাইরাস

কম্পনের প্রভাবে নষ্ট হবে ভাইরাস

এমআইটির মেকানিকসের অধ্যাপক থমাস ওয়ারসবিকি বলেন, '‌আমরা প্রমাণ করে দেখিয়েছি যে আল্ট্রাসাউন্ড কম্পনের মাধ্যমে করোনা ভাইরাসের শেল ও স্পাইক কাঁপতে থাকবে এবং ওই কম্পনের প্রভাব এতটাই জোরালো হবে, যা স্ট্রেন উৎপাদন করবে, যা ভাইরাসকে কিছু অংশে ভেঙে ফেলতে পারে, বাইরের শেলের ক্ষতি করতে পারে এবং সম্ভবত আরএনএর ভেতর ভাইরাসের অনেক ক্ষতি হয়ে যেতে পারে।'‌ তবে খুব সীমিত তথ্যের ওপর এই সমীক্ষা করা হয়েছে। এর জন্য আরও তথ্য ও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা এও জানান যে মানব শরীরে আল্ট্রাসাউন্ড কম্পনের মাধ্যমে করোনা ভাইরাসকে নষ্ট করে দেওয়া যায় কিনা, তার জন্য দীর্ঘ অধ্যয়নের প্রয়োজন।

সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ, এক ধাক্কায় চাপ বাড়ল অনেকটাই সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ, এক ধাক্কায় চাপ বাড়ল অনেকটাই

English summary
Coronavirus can be damage by ultrasound vibratio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X