For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের টুঁটি টিপে ধরতে তাইওয়ান নিয়ে ঘুঁটি সাজাচ্ছে ভারত! কোন পথে নয়া স্ট্র্যাটেজি

চিন সংঘাতের পারদ চড়তেই তাইওয়ান নিয়ে ঘুঁটি সাজাচ্ছে ভারত! কোন পথে নয়া স্ট্র্যাটেজি

Google Oneindia Bengali News

দক্ষিণ চিন সাগরে চৈনিক ক্ষমতার আস্ফালন কমাতে এবার কোমর বেঁধে নামছে ভারত। বেজিংকে টুঁটি টিপে ধরতে ক্রমাগত একের পর এক স্ট্র্যেটিজিতে এগিয়ে যাচ্ছে দিল্লি। এবার তাইওয়ানকে ঘুঁটি করে ভারত চিনকে পরোক্ষে চাপে রাখার কৌশল নিয়েছে। আর সেকারণেই তাইপেই ও নয়া দিল্লি সম্পর্কের উন্নতিতে পর পর প্ল্যানিং সাজাচ্ছে ভারত।

ভারতের রণকৌশল

ভারতের রণকৌশল

বেজিং এর চক্ষুশূল তাইওয়ানে এমন এক কূটনীতিবিদকে ভারত পাঠাচ্ছে, যিনি ভারত -আমেরিকা কূটনৈতিক সম্পর্ক বহু বছর ধরে সামলাচ্ছেন। বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব গৌরাঙ্গলাল দাসকে এবার তাইওয়া পাঠাচ্ছে ভারত। তিনিই এবার তাইওয়ানে ভারতের 'দূত' হিসাবে পৌঁছবেন।

তাইওয়ান কূটনীতি

তাইওয়ান কূটনীতি

'এক চিন' নীতির জন্য তাইওয়ানে আলাদা করে কোনও রাষ্ট্রদূতাবাস নেই ভারতের। তবে তাইপেইতে ভারতের একটি আলাদা দফতর রয়েছে। সেখান থেকে আলাদা করে দফতরের কাজকর্ম সামলানো হয়। এবার সেই দফতরের পা রাখবেন গৌরাঙ্গলাল দাস । তিনি সেখানের ডিরেক্টর জেনারেল হয়ে যাচ্ছেন।

 চিনের থরহরি কম্প

চিনের থরহরি কম্প

এদিকে, তাইওয়ানও নিজের গুরুত্বপূর্ণ এক কূটনীতিবিদকে ভারতে পাঠাচ্ছে। আর তাইওয়ান ও ভারতের এই কূটনৈতিক সম্পর্ক যে চিনের জন্য ক্ষতিকর হতে শুরু করেছে তা আঁচ করে ফেলেছে বেজিং। বেজিং জানিয়েছে, ভারত ও চিন দুটি দেশ একে অপরকে ততদিনই শ্রদ্ধা করবে যতক্ষণ না একটি দেশ অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।

কোন বিষয় চাপে রাখছে চিনকে?

কোন বিষয় চাপে রাখছে চিনকে?

তিব্বত, দক্ষিণ তিন সাগর, তাইওয়ান ও হংকং সসম্পর্কে বর্হিবিশ্বের বার্তা রীতিমতো চাপে রাখছে চিনকে। ইতিমধ্যেই হংকং ও তিব্বত নিয়ে মার্কিন চোখ রাঙানি দেখেছে চিন। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের উন্নতি ক্রমেই চাপে রাখতে শুরু করেছে চিনকে। এদিকে, দক্ষিণ চিন সাগরে মার্কিন সেনা মহড়াকেও খুব একটা সোজা ভাবে নিচ্ছে না বেজিং।

ভারতে করোনা ভাইরাসের একটি নয় একাধিক 'পিক' আসন্ন! কোন বিপদের ইঙ্গিত চিকিৎসকদের ভারতে করোনা ভাইরাসের একটি নয় একাধিক 'পিক' আসন্ন! কোন বিপদের ইঙ্গিত চিকিৎসকদের

English summary
To creat pressure on China India posts key diplomat in Taiwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X