For Quick Alerts
For Daily Alerts
চিকাগোর হাউস পার্টিতে গুলি, আহত ১৩, আশঙ্কাজনক ৪
বিবাদের জেরে চিকাগোর হাউস পার্টিতে গুলি। এই গুলি চালনার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজন আহত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ একটি রিভলবার উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাউজ পার্টি নিয়ে বিবাদের জেরে শহরের দক্ষিণ অংশে এই গুলি চলে বলে জানিয়েছে পুলিশ। আহতদের বয়স ১৬ থেকে ৪৮-এর মধ্যে। এঁদের দেহে বিভিন্ন জায়গায় গুলির আঘাত লেগেছে।
অ্যাঙ্গেলউডেরআবাসনে তিনটি পৃথক জায়গায় গুলি চালনার ঘটনা ঘটে। ৫৭০০ সাউথ মে স্ট্রিটে প্রথমে গুলি চলে ভিতরে। এরপর আরও গুলি চলে। ভিতর থেকে আতঙ্কিত মানুষজন বাইরে বেরিয়ে আসেন।