For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরদারিতে ভাঙছে নিয়ম, হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৫০০ কোটি ডলার জরিমানার মুখে গুগল

নজরদারিতে ভাঙছে নিয়ম, হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৫০০ কোটি ডলার জরিমানার মুখে গুগল

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকেই, অবশেষে সত্যতা মেলায় ৫০০ কোটি ডলার জরিমানার মুখে বিশ্বের বৃহত্তম গুগল। ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে টেক জায়ান্ট গুগল। ফলে কোনো ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে 'ইনকগনিটো মোড’ ব্যবহার করতে বলা হয়। এবার সেই ক্ষেত্রেই গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধে।

নজরদারিতে ভাঙছে নিয়ম, হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৫০০ কোটি ডলার জরিমানার মুখে গুগল

বর্তমানে ইনকগনিটো মোডে ট্র্যাক করায় মামলার সম্মুখীন হচ্ছে গুগল। মামলা এড়ানোর আর কোনও পথ খোলা নেই সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির হাতে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের মতে। এদিকে ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল। এই অভিযোগে গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে ঘুরপথে ব্যবসা করছে গুগল।

এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সে আবদারে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর গোপনতা মোড সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের 'অবহিত করেনি’। এই মামলায় অভিযোগকারীদের তরফে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

'একজন, দু'জন বিশ্বাসঘাতক' প্রসঙ্গে পারদ চড়ালেন অভিষেক, কটাক্ষবাণে বিদ্ধ অমিত শাহের বাতিল সভাও'একজন, দু'জন বিশ্বাসঘাতক' প্রসঙ্গে পারদ চড়ালেন অভিষেক, কটাক্ষবাণে বিদ্ধ অমিত শাহের বাতিল সভাও

English summary
Google is breaking the rules on surveillance of Chrome browser, Google is facing a fine of 500 core dollar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X