
বক্তৃতা দিতে উঠে নড়ল টনক, চুরি স্বয়ং রাষ্ট্রপতির আইপ্যাড! তুমুল ভাইরাল ভিডিও
চলতি বছরেই নতুন একটি আই প্যাড লঞ্চের কথা রয়েছে অ্যাপেলের। যার ফিচার, দাম নিয়ে নিয়ে প্রায়শই শোরগোল দেখা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি টুইটার ট্রেন্ডে একদম উপরের দিকে রয়েছে আইপ্যাড। তবে এর কারণ যদিও ভাবেন নতুন আইপ্যাড মিনি ৬ লঞ্চ হয় তবে ভুল ভাবছেন। এর পিছনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে আইপ্যাড খুইয়েছেন তিনি। এদিকে তার গ্যাজেট প্রীতির কথা বহুল প্রচারিত।

আর এই ঘটনার পর থেকেই টুইটারে কার্যত ঝড় উঠেছে আই প্যাড নিয়ে। এমনকী খোদ রাষ্ট্রপতির আইপ্যাড চুরির ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। সূত্রের খবর, সম্প্রতি কেপ টাউনে এক আলোচনা সভায় অংশ নিতে গিয়েই বিপত্তিটা ঘটেছে বলে জানা যাচ্ছে। ওই অনুষ্ঠান মঞ্চে যখন নিজের বক্তব্য রাখার জন্য উঠতে যাচ্ছেন তখনই টনক নড়ে সিরিল রামাফোসার। কারণ তাঁর বক্তৃতার অংশ ছিল ওই আইপ্যাডেই। কিন্তু সেটা কেউ পকেটস্থ করে চম্পট দিয়েছে বলে দাবি করেন তিনি।
আর তার জেরেই বেকায়দায় পড়েন স্বয়ং রাষ্ট্রপতি। এর পরেই বিব্রত রামাফোসাকে বলতে শোনা যায়, “ মনে হচ্ছে কেউ আমাকে আইপ্যাডের নেশা ছাড়ানোর ফন্দি এঁটেছে। কেউ আমার আই প্যাড চুরি করেছে। কিন্তু আমি এটি চাই। আমি কি আমার আইপ্যাড পেতে পারি? আপনার গ্যাজেটগুলি সর্বদা অন্য লোকের কাছে হস্তান্তর করার সমস্যা এটাই। প্রিয় জিনিস সর্বদা নিজের কাছে রাখাই ভালো।”
যদিও পরে আবার আইপ্যাডটি উদ্ধার হয়ে বলে শোনা যায়। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা আদপে না বুঝেই চুরির কথা বলে ফেলেছিলেন রামাফোসা। সময়ে হাতের কাছে তা না পৌঁছাতেই অকারণে রাগ দেথিয়ে ফেলেন তিনি। সরকারি প্রতিনিধিদের তরফে আইপ্যাড চুরির ব্যাপরটা পুরোপুরি অস্বীকার করা হয়। যদিও স্বয়ং রাষ্ট্রপতির এহেন আচরণে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রামাফোসার বক্তব্যের ক্লিপিংও রীতিমতো ভাইরাল হয়েছে বিভিন্ন মাধ্যমে।