For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক প্রধানমন্ত্রীর চেয়ারে আরও এক শরিফ? বিদেশমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো

চূড়ান্ত নাটকের পর মধ্যরাত পেরিয়ে শেষ অবধি আস্থা ভোট হল পাকিস্তানের জাতীয় সংসদে। এবং প্রত্যাশামতোই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভোটাভুটিতে হেরে পাকাপাকিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় তেহরিক ই ইনসাফ পাকিস্তানের প্রধান

  • |
Google Oneindia Bengali News

চূড়ান্ত নাটকের পর মধ্যরাত পেরিয়ে শেষ অবধি আস্থা ভোট হল পাকিস্তানের জাতীয় সংসদে। এবং প্রত্যাশামতোই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভোটাভুটিতে হেরে পাকাপাকিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় তেহরিক ই ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানকে।

বিদেশমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো

সরকারের বিপক্ষে ১৭৪টি ভোট পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরাই এবার সরকার গড়বে। এবং সেই সরকার শাহবাজ শরিফের নেতৃত্বে গঠিত হবে বলেই জল্পনা ছিল। আর সেই জল্পনা সত্যি করেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন শাহবাজ শরিফ।

ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পর থেকে পাক প্রধানমন্ত্রী হিসাবে শাহবাজের নাম উঠে আসছিল। এমনকি শনিবার ইমরান সরকারের পতনের পরে বক্তব্য রাখতে ওঠেন শাহবাজ। সেখানে তিনি দৃঢ় কন্ঠে জানান, আমরা কোনও বদলা নেব না। এমনকি কাউকে জেলেও পাঠানো হবে না। কিন্তু আইন অবশ্যই তাঁর কাজ করবে। কার্যত এহেন বক্তব্যে স্পষ্ট হয় যে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী বসা সময়ের অপেক্ষা।

আজ রবিবার পাকিস্তানের বিরোধী দলগুলি শাহবাজ শরিফের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেছে নিয়েছে। Pakistan Muslim League-Nawaz- নেতা শাহবাজ। ইমরানে শাসনকালে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু ইমরান সরকারের বিরুদ্ধে এহেন অনাস্থা আনার পিছনে যে তিনিই রয়েছেন! তা কার্যত এককথায় মেনে নিচ্ছেন সবাই।

তবে আগামী ১১ এপ্রিল পাকিস্তানের জাতীয় সংসদে একটি বৈঠক হবে। আর সেখানেও শাহবাজ শরিফকে আগামিদিনের পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হতে পারে। অন্যদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির তরফে Shah Mahmood Qureshi-কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নমিনেশন দিয়েছেন।

বলে রাখা প্রয়োজন, শাহবাজ শরিফ দীর্ঘদিনের রাজনীতিবিদ। একাধিকবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ।

ব্যবসায়ী হিসাবে কাজ শুরু করলেও ধীরে ধীরে রাজনীতিতে নিজের জায়গা শক্ত করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাই। যদিও আর্থিক কেলেঙ্কারির দায়ে বেশ কিছু জেলে কাটাতে হয় তাঁকে। জেলে যেতে হয়েছে তাঁর ছেলেকেও। গত বছরই জামিন পান শাহবাজ। আর তা মিলতেই পাকিস্তানের রাজনীতিতে খেলা ঘোরালেন শরিফ।

অন্যদিকে শরিফের মন্ত্রিসভায় গুরু দায়িত্ব পেতে পারেন বিলাওয়াল ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির প্রধান ভুট্টো ইমরানকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আর সেই মতো বিদেশমন্ত্রকের গুরু দায়িত্ব তাঁর কাঁধে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

তবে সোমবার দিনটা পাকিস্তানের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
Shehbaz Sharif nominated as prime Minister candidate by opposition of Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X