For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পাওয়ার যোগ্য! প্রথমবার ভারতের হয়ে জোর সওয়াল রাশিয়ার

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পাওয়ার যোগ্য! প্রথমবার ভারতের হয়ে জোর সওয়াল রাশিয়ার

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতকে সমর্থন করল রাশিয়া। রাষ্ট্রসংঘের ৭৭ তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় রাশিয়ার অর্থমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার যোগ্য।

ভারত বর্তমানে অস্থায়ী সদস্য

ভারত বর্তমানে অস্থায়ী সদস্য

ভারত বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ টি অস্থায়ী সদস্য দেশের মধ্যে অন্যতম। ২০২২-এ ভারত দু-বছরের অস্থায়ী সদস্যপদের মেয়াদ পূর্ণ করতে চলেছে। তারপরেই ভারত অস্থায়ী সদস্যদেশগুলির সভাপতিত্ব করবে।

 প্রথমবার জনসমক্ষে সওয়াল

প্রথমবার জনসমক্ষে সওয়াল

এর আগে রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছে কিংবা ইঙ্গিত দিয়েছে। রবিবার প্রথমবারের জন্য রাশিয়া প্রকাশ্যে এব্যাপারে ভারতকে সমর্থনের কথা জানিয়েছে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য এর আগে ভারত তিনটি পশ্চিমী দেশের সমর্থন পেয়েছিল। এবার রাশিয়া সেই সমর্থনের কথা প্রকাশ্যে জানাল। ফলে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে একমাত্র চিনকে বাদ দিলে ৫ টি দেশের মধ্যে চারটি দেশ ভারতকে সমর্থন করল।

আমেরিকাও ভারতকে সমর্থন করেছে

আমেরিকাও ভারতকে সমর্থন করেছে

সাম্প্রতিক সময়ে আমেরিকাো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্যপদের ব্যাপারে সমর্থনের কথা জানিয়েছেন। আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেছিলেন, আমেরিকা ভারতের স্থায়ী পদকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারত ছাড়াও আর যে তিনটি দেশের নাম উঠে এসেছে, তারা হল জার্মানি, জাপান ও ব্রাজিল।

 রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্থাকের আহ্বান

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্থাকের আহ্বান

ভারত বহু বছর ধরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের মত হল বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠন বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রতিনিধিত্ব করে না। ফলে ভারত-সহ ৩২ টি দেশ বিশ্বের ভৌগলিক এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কারে আহ্বান জানিয়েছে।
যৌথ বিবৃতি স্বাক্ষরকারী দেশগুলি বলেছে বিশ্বের দারিদ্র, জলবায়ু পরিবর্তন, মহামারী, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক সংঘাতের সমাধানের জন্য নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কার প্রয়োজন। স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে ভারত ছাড়াো উল্লেখযোগ্য দেশগুলি হল, ব্রাজিল, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মঙ্গোলিয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু এবং দক্ষিণ আফ্রিকা।

বিধানসভা নির্বাচনে জোট ভেঙে একক লড়াইয়ের প্রস্তুতি, ২৩-এ জয়ের খোঁজে বিজেপিবিধানসভা নির্বাচনে জোট ভেঙে একক লড়াইয়ের প্রস্তুতি, ২৩-এ জয়ের খোঁজে বিজেপি

English summary
Russia is batting openly for India's membership for UNSC for first time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X