For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি' টার্গেট রাশিয়ান এয়ারফোর্সের! রইল ভিডিও

প্রায় আটদিন কেটে গেলেও এখনও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ! ইউক্রেনের একাধিক শহরে চলছে মিসাইল হামলা। নতুন করে ইউক্রেনের গ্যাস চেম্বারে হামলা চালাচ্ছে রুশ সেনা। শুধু তাই নয়, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রায় আটদিন কেটে গেলেও এখনও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ! ইউক্রেনের একাধিক শহরে চলছে মিসাইল হামলা। নতুন করে ইউক্রেনের গ্যাস চেম্বারে হামলা চালাচ্ছে রুশ সেনা। শুধু তাই নয়, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ভয়ঙ্কর এই যুদ্ধের মধ্যেই বাংলাদেশের জাহাজকে টার্গেট করল রাশিয়ান এয়ারফোর্স।

রইল ভিডিও

'এমভি বাংলার সমৃদ্ধি' নামের ওই জাহাজটি টার্গেট করে একটি রুশ মিসাইল ছোঁড়া হয়। মুহূর্তের মধ্যে সেটি ধ্বংস হয়ে যায়।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি মিসাইল জাহাজে আঘাত করতেই প্রবল বিস্ফোরণ ঘটছে। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম হাদিসুর রহমান।

হাদিসুর বাংলাদেশের পণ্যবাহী জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন বলে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পরেই বাংলাদেশ সরকারের তরফেও কার্যত উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে ওই জাহাজটি দাঁড়িয়ে ছিল। মুলত যুদ্ধের কারণেই এই জাহাজটি নোঙর করে রাখা হয়েছিল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই জাহাজে মিসাইল হানা হয়। দাউ দাউ করে আগুন জ্বলে যায় সেটিতে।

যদিও মুহূর্তে সেই আগুন নিভিয়ে ফেলা হলেও হাদিসুর গুরুতর আহত। জাহাজটির একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি বাংলাদেশে আর ফেরানো সম্ভব কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকারের তরফে জাহাজটি দ্রুত নিরাপদে নিয়ে যাওয়ার জন্যে রাশিয়া এবং ইউক্রেন সরকারের কাছে আবেদন রাখা হয়েছে।

ঘটনার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। জানিয়েছেন, অলভিয়া বন্দরে আটকে থাকা এই জাহাজটিতে বুধবার রকেট হামলা হয়। তবে একজনের মৃত্যু হলেও বাকিরা সবাই সুস্থ রয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন।

টার্গেট করে রাশিয়ান এয়ারফোর্সের স্ট্রাইক

শুধু তাই নয়, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ওই জাহাজটি মূলত পন্যবাহী জাহাজ। তুরস্কে পণ্য নামানোর পর সেটি যায় ইউক্রেনে ইতালি যাওয়ার কথা থাকলেও সেটি আর যুদ্ধের কারণে এগোতে পারেনি বলে দাবি মন্ত্রীর।

তবে যেভাবেই হোক বাকিদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলে বাংলাদেশের তরফে। পাশাপাশি রাশিয়াতেও বাংলাদেশের একটি জাহাজ আটকে রয়েছে। সেটির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
Russia air force attacks on Bangladesh ship in Ukraine, watch video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X