For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সালের আগে পিছু ছাড়বেনা করোনা? জেনে নিন কী বলছে গবেষণা

২০২২ সালের আগে পিছু ছাড়বেনা করোনা? জেনে নিন কী বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

গত কদিন আগেই, হার্ভার্ডের গবেষকরা জানান শুধু একটানা লকডাউন নয় মহামারী রুখতে ২০২২ অবধি বজায় রাখতে হবে যথাযথ সামাজিক দূরত্বও। এদিন গবেষণা উঠে এল নতুন তথ্য, ২০২২ অবধিও নাকি চলতে পারে করোনার প্রকোপ। এই তথ্য সামনে আসতেই, আশঙ্কায় চোখ কপালে উঠে যায় জনসাধারণের।

উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে প্রাথমিক ধন্দ

উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে প্রাথমিক ধন্দ

ভয় অন্য জায়গায়। সম্প্রতি মিনোসিটা বিশ্ববিদ্যালয়ের মহামারী সম্পর্কিত গবেষণায় দেখা যাচ্ছে, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আপাতভাবে অসুস্থ বলে মনেই হয়না। এর ফলে সংক্রমণের সম্ভাবনা আরও বেশি থেকে যায়। উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে প্রাথমিক ধন্দ দেখা দেওয়ায় ভাইরাসটিকে ইনফ্লুয়েঞ্জা ভেবে ভুল করায় রোগ আরও জেঁকে বসে।

এত তাড়াতাড়ি নিস্তার নেই

এত তাড়াতাড়ি নিস্তার নেই

দীর্ঘ লকডাউনের পর, অর্থনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা চিন্তা করে কম বেশি সব দেশেই একে একে খুলছে দোকানপাট, অফিস। কিন্তু, ২০২২ এর আগে এই ভাইরাস থেকে সম্পূর্ণ নিস্তার নেই বলেই আশঙ্কা প্রকাশ করছেন গবেষকরা।

'ফিরে আসতে পারে রোগ, তৈরি হোন' বার্তা গবেষকদের

'ফিরে আসতে পারে রোগ, তৈরি হোন' বার্তা গবেষকদের

২০২২ এর আগে এই ভাইরাসের সম্পূর্ণ নির্মুল হওয়ার সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ ও। আরোও সতর্কতা ও সচেতনতার সাথে এই রোগ মোকাবিলা করার জন্য জনসাধারণকে তাই প্রস্তুত থাকারই আহ্বান জানিয়েছেন গবেষকরা।

করোনা মোকাবিলায় প্রয়োজন ৭৫০০০ ভেন্টিলেটর, হাতে রয়েছে মাত্র ১৯,৩৯৮টি করোনা মোকাবিলায় প্রয়োজন ৭৫০০০ ভেন্টিলেটর, হাতে রয়েছে মাত্র ১৯,৩৯৮টি

English summary
researcher says outbreaks of the corona epidemic may remain until 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X