For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে টেক্কা দিতে এইবছরে মহাকাশে পাড়ি দেবে পাকিস্তান, প্রলাপ পাক মন্ত্রীর

ভারতের চন্দ্রযান-২ কখন কীভাবে চাঁদে অবতরণ করছে তা দেখার জন্য টার্গেট করে বসেছিল পাকিস্তান। বিক্রমের সিগনাল হারিেয় যেতেই পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী কটাক্ষ করা শুরু করেন।

Google Oneindia Bengali News

ভারতের চন্দ্রযান-২ কখন কীভাবে চাঁদে অবতরণ করছে তা দেখার জন্য টার্গেট করে বসেছিল পাকিস্তান। বিক্রমের সিগনাল হারিেয় যেতেই পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী কটাক্ষ করা শুরু করেন। তাতে অবশ্য পাকিস্তানিদের কাছেই বেশি সমালোচিত হয়েছেন তিনি। মহাকাশ গবেষণায় এবার তাই নতুন লক্ষ্যে এগোনোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী চৌধুরি ফওয়াদ হোসেন জানিয়েছেন এবছরই মহাকাশে পাড়ি জমাবে পাকিস্তান। আর ২০২২ সালে প্রথম পাক মহাকাশচারী পাড়ি দেবে। তাঁদের এই কাজে সহযোগিতা করবে চিন। মহাকাশচারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ২০২০ সাল থেকেই।

মহাকাশে পাড়ি দেবে পাকিস্তান

মহাকাশে পাড়ি দেবে পাকিস্তান

একদিকে যখন চরম আর্থিক সংকট থেকে মুক্তির পথ খঁজছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ঠিক তখনই সেদেশের বিজ্ঞানমন্ত্রী দাবি করেছেন এবছর মহাকাশে পাড়ি জমাবে পাকিস্তান। এই ঘোষণা পাকিস্তানের বাসিন্দাদের কাছেও চমকপ্রদ। তাঁরাও হয়তো চৌধুরি ফওয়াদ হোসেনের বক্তব্যে চমকে গিয়েছেন। মহাকাশচারী বাছাই করা হবে কী ভাবে তারই বিবরণ দিয়েছেন তিনি। প্রথম পর্যায়ে ৫০ জনকে বাছাই করা হবে। সেখান থেকে ছাঁটাই করে ২৫ জনকে চূড়ান্ত করা হবে। তার মধ্যে থেকে মাত্র ১ জনকেই বেছে নেওয়া হবে মহাকাশচারী হিসেবে।

পাকিস্তান মহাকাশে রকেট পাঠিয়েছে

পাকিস্তান মহাকাশে রকেট পাঠিয়েছে

এর আগে পাকিস্তানই ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় দেশ যে মহাকাশে রকেট পাঠিয়েছিল। প্রথমে ছিল সোভিয়েত রাশিয়া। সেটা ছিল ১৯৬৩ সাল। কাজেই মহাকাশ গবেষণায ভারতের থেকে অনেকটাই এগিয়ে পাকিস্তান এমনই দাবি করেছেন ফওয়াদ হোসেন।

চিনের সহযোগিতায় মহাকাশে

চিনের সহযোগিতায় মহাকাশে

গত বছরই চিনের সহযোগিতায় দেশিয় প্রযুক্তিতে তৈরি দুটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। চিনের গোবি মরুভূমির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই দুটি উপগ্রহ পাঠিয়েছিল পাকিস্তান।

এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চিন। পাকিস্তানের মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনায় সবরকম সহযোগিতা করছে তারা।

<strong>[বিশ্বজুড়ে তেলের দাম ১৯ শতাংশ বাড়ার আশঙ্কা! উপসাগরীয় যুদ্ধের পর সৌদির বিস্ফোরণে সংকটের মেঘ]</strong>[বিশ্বজুড়ে তেলের দাম ১৯ শতাংশ বাড়ার আশঙ্কা! উপসাগরীয় যুদ্ধের পর সৌদির বিস্ফোরণে সংকটের মেঘ]

[ মোদী কখনও জাকির নায়েকের প্রত্যর্পণের কথা বলেননি, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর][ মোদী কখনও জাকির নায়েকের প্রত্যর্পণের কথা বলেননি, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর]

English summary
Pakistan plans to send its first astronaut to space by 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X