For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের নতুন নাম 'টেররিস্তান', সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে তুলোধোনা ভারতের

সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে সারা বিশ্বের সামনে ইসলামাবাদের মুখোশ টেনে খুলল ভারত।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে সারা বিশ্বের সামনে ইসলামাবাদের মুখোশ টেনে খুলল ভারত। জেনেভায় রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসির ভাষণের পরই কড়া প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান অঙ্গাঙ্গীভাবে জড়িত। পাকিস্তানের মাটি জঙ্গিবাদের জন্যই ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের নতুন নাম 'টেররিস্তান'

এদিন ভারত কড়া ভাষায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কড়া সমালোচনা করার পাশাপাশি নতুন নামকরণও করেছে। সন্ত্রাসবাদে মদত দেওয়া ও তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের নতুন নাম দিয়েছে 'টেররিস্তান'।

পাশাপাশি ফের একবার জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে সারা বিশ্বের সামনে কড়া বার্তা দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানের এটা বোঝা উচিত যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে ও থাকবে। যতই পাকিস্তান সীমান্তপার সন্ত্রাস চালিয়ে পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, কাশ্মীরকে কখনই ভারতের থেকে আলাদা করতে পারবে না।

রাষ্ট্রসংঘে ভারতের বক্তব্য, পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। পাকিস্তানে খোলা রাস্তায় জঙ্গিরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ভারতে মানবাধিকার নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে পাকিস্তান। যা তাদের মানায় না। সারা বিশ্ব গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে এমন দেশের কাছ থেকে ভাষণ শুনতে চায় না যাদের নিজেদের দেশেই এই দুটির অভাব রয়েছে।

English summary
Pakistan is called as 'Terroristan'-with a flourishing industry producing & exporting global terrorism, India at United Nations General Assembly (UNGA)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X