For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহেও যুদ্ধের মেজাজে ইমরান! ভারতকে নিয়ে টুইটে কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে যখন ভারত ও পাকিস্তান দুই দেশই প্রবল বিপদে, তখন যুদ্ধের মেজাজ থেকে সরতে পারছেন না ইমরান খান। এদিন ভারতের বিরুদ্ধে তোপ দেগে ফের একবার টুইট বার্তায় হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

 ইমরানের টুইট

ইমরানের টুইট

'আমি বিশ্বকে সচেতন করতে চাই ভারতের ফল্স ফ্ল্যাগ অপরেশনের মরিয়া চেষ্টা নিয়ে। যার নিশানায় পাকিস্তান রয়েছে।' এই ভাষায় ইমরান নিজের বার্তা শুরু করেন। এরপরই তিনি টুইটে লেখেন পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বলে ভারত যা প্রচার করছে তা ভুয়ো , তা মিথ্যা তা ভ্রান্ত।' এমনই ব্যাখ্যা দেন পাক প্রধানমন্ত্রী।

 কাশ্মীর নিয় বক্তব্য

কাশ্মীর নিয় বক্তব্য

উল্লেখ্য, কাশ্মীরে গত কয়েকদিন ধরে ক্রমেই ব্যাপক উত্তেজনা মাথাচাড়া দিচ্ছে। সেখানে সেনা জঙ্গি সংঘর্ষ গত কয়েকদিনে উত্তাপ বাড়িয়েছে। সঙ্গে স্থানীয়দের পাথর ছোঁড়ার ঘটনাও রয়েছে। যা পাকিস্তানের উস্কানিতে হচ্ছে বলে দাবি ভারতের। তবে গোটা পরিস্থিতিকে 'কাশ্মীর' এর স্থানীয় ঘটনা বলে দাবি করেছেন ইমরান।

 ইমরানের দাবি

ইমরানের দাবি

মূলত, হামলার জমি তৈরির ঘটনাকে সামরিক পরিভাষায় ফল্স ফ্ল্যাগ অপরেশন বলা হয়। আর ইমরানের দাবি, ভারত দুই দেশের পরিস্থিতিকে উত্তেজিত করতেই বারবার অভিযোগ তুলছে পাকিস্তানের তরফে অবৈধ অনুপ্রবেশের। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করা হয়েছে বলেও ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি ইসলামাবাদের।

English summary
Pakistan claims India could launch ‘false flag operation’ against the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X