For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি বিধ্বংসী মার্কিন হানায় কাশেম সুলেমানির মৃত্যুর পর ! বাড়ল কত শতাংশ

বাগদাদে বিধ্বংসী মার্কিন হানায় ইরানের দাপুটে মেজর জেনারেল কাশের সুলেমানির হত্যার পর থেকে চড়ছে বিশ্ব জোড়া রাজনীতির পারদ। ।

  • |
Google Oneindia Bengali News

বাগদাদে বিধ্বংসী মার্কিন হানায় ইরানের দাপুটে মেজর জেনারেল কাশেম সুলেমানির হত্যার পর থেকে চড়ছে বিশ্ব জোড়া রাজনীতির পারদ। । শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। আর মধ্যপ্রাচ্যের এই দেশের এমন তোলপাড় করা ঘটনার পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

বিধ্বংসী মার্কিন হানায় কাশেম সুলেমানির মৃত্যুর পর বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি! বাড়ল কত শতাংশ

জানা গিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সুলেমানি নামতেই সেখানে হামলা চালায় মার্কিন সেনা। আর তারপরই ইরানের জেনারেল সহ ৭ জনের মৃত্যুর খবর আসে। জানা গিয়েছে ড্রোন হামলায় এই মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনার জেরে বিশ্ব জুড়ে তেলের দাম ৪.৪ শতাংশ বেড়েছে। ব্রেন্টের অপরিশোধত তেলের দাম বেড়ে আজ দাঁড়িয়েছে ৬৯.১৬ মার্কিন ডলার। অন্যদিকে, ডাব্লু টিআইয়ের দাম বেড়ে হয়েছে ৬৩.৮৪ শতাংশ।

তেলের দামের এই বৃদ্ধিতে বিশিব জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে , সৌদি আরবের আরমকো তৈলশোধনাগারে ইরান সমর্থিত বিদ্রোহীদের ড্রোন হামলার জেরেও , বিশ্বজুড়ে একপ্রস্থ তেলের দাম বেড়েছে। এবার সুলেমানির মৃত্যুতে সেই তেলের দাম আরও বাড়তে চলছে বলে আশঙ্কা।

‌অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার চুক্তি কেলেঙ্কারিতে আয়করের হানা দিল্লি–পুনের ৩০টি জায়গায়‌অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার চুক্তি কেলেঙ্কারিতে আয়করের হানা দিল্লি–পুনের ৩০টি জায়গায়

English summary
Oil prices Surge Over 4 Per Cent After Iran’s General Killed In US Strike.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X