For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ট্যাবলেটেই সারবে করোনা ভাইরাস! ওষুধ আসার সময় জানিয়ে দাবি আমেরিকার চিকিৎসকের

পাঁচমাস কেটে গেলেও এখনও বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে। পৃথিবীর বিভিন্ন দেশে রোগটিকে কাবু করার চেষ্টা চলছে। সারা বিশ্বে ১০০ টির ওপর সংস্থায় যা নিয়ে

Google Oneindia Bengali News

পাঁচমাস কেটে গেলেও এখনও বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে। পৃথিবীর বিভিন্ন দেশে রোগটিকে কাবু করার চেষ্টা চলছে পুরোদমে। সারা বিশ্বে ১০০ টির ওপর সংস্থায় যা নিয়ে গবেষণা চলছে। কার্যত জলের মতো টাকা খরচ চলছে। কিন্তু কেউই এখনও পর্যন্ত সফল হতে পারেননি।

করোনা ভাইরাস লকডাউন ৪: জোন নিয়ে মমতার দাবিকেই মান্যতা কেন্দ্রেরকরোনা ভাইরাস লকডাউন ৪: জোন নিয়ে মমতার দাবিকেই মান্যতা কেন্দ্রের

চেষ্টা চলছে দেশে দেশে

চেষ্টা চলছে দেশে দেশে

বিভিন্ন দেশে করোনাকে বাকু করতে গবেষণা চলছে। মাঝে মধ্যেই কোনও কোনও সংস্থা দাবি করছে কারও ফেজ ওয়ান, কারওবা ফেজ টুয়ের ট্রায়াল চলছে। কিন্তু কেই এখনও পর্যন্ত বলতে পারেনি, কবে নাগাদ তাঁরা সফল হবেন মানব দেহের ওপর প্রয়োগে।

আমেরিকার দাবি

আমেরিকার দাবি

আমেরিকা ইতিমধ্যেই জানিয়েছে, করোনাকে নির্মূল করতে তারা অনেক দূর পর্যন্ত এগোতে পেরেছেন। যদি সব কিছু সফলভাবে এগোয় তাহলে ডিসেম্বরেই ওষুধ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট।

ভ্যাকসিনের পাশাপাশি ট্যাবলেট নিয়েও চলছে গবেষণা

ভ্যাকসিনের পাশাপাশি ট্যাবলেট নিয়েও চলছে গবেষণা

একদিকে যেমন ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে অন্যদিকে, ট্যাবলেটের ফর্মেও করোনাকে নির্মূল করার চেষ্টা চলছে। এও দাবি করা হচ্ছে কেবল মাত্র একটি ট্যাবলেটেই করোনা মুক্তি ঘটবে।
আমেরিকার চিকিৎসক সিন টাকার এবিষয়ে গবেষণা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এটাও জানা যাচ্ছে মানব শরীরের ওপর এই ট্যাবলেটের ট্রায়াল শুরু হবে জুলাইয়ে। যদি তা সফল হয়, তাহলে ইনজেকশনের জায়গায় ট্যাবলেটই জায়গা করে নিতে পারে।

ট্যাবলেট আসতে পারে ডিসেম্বরে

ট্যাবলেট আসতে পারে ডিসেম্বরে

তবে যদি সফল হয়, তাহলেও সেই ট্যাবলেট বাণিজ্যিকভাবে বাজারে আসতে ডিসেম্বর হয়ে যাবে।

English summary
Novel Coronavirus will be killed through a tablet, claims American Doctor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X