For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তলানিতে অর্থনীতি, তবুও জারি পারমাণবিক অস্ত্র তৈরি! কিমের ডাকা গোপন বৈঠক ঘিরে চরম রহস্য

Google Oneindia Bengali News

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সেদেশের ক্ষমতাসীন দলের এক বিশেষ বৈঠক ডাকায় জল্পনা বেড়ে গিয়েছে কয়েক দফা। প্রসঙ্গত, গত ৮ মাসে তথা চলতা বছরে প্রথম এই বৈঠক ডাকা হয়েছে। আর এই বৈঠক নিয়ে আরও জল্পনা বেড়ে শিরোনামের দৌলতে। এই বৈঠকে শীর্ষক আলোচ্য বিষয় হতে চলেছে কোরিয়ান বিপ্লব ও দলের লড়াই করার ক্ষমতা বাড়ানো।

উত্তর কোরিয়ার পরিস্থিতি ভালো না

উত্তর কোরিয়ার পরিস্থিতি ভালো না

শোনা যাচ্ছে কিমের অধীনে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার। করোনা-লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। সেদেশে করোনা ভাইরাস না থাকার দাবি করলেও আর্থিক মন্দা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পিয়ংইয়ং। গত দু'দশকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি। বন্যায় প্রায় ১০ লাখ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ১৭ হাজার ঘরবাড়ি। নিজের তহবিল থেকে ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন কিম। রিজার্ভ ফান্ড থেকে সহায়তা দেওয়ার বিষয়টি কিছু কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

অর্থনৈতিক ধস নেমেছে উত্তর কোরিয়ায়

অর্থনৈতিক ধস নেমেছে উত্তর কোরিয়ায়

সীমান্ত বন্ধ থাকার কারণে বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। এছাড়াও, গত বছর বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় উত্তর কোরিয়া। যা কোরিয়ার কৃষিখাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যেই চলতি মাসে বন্যার কবলে পড়ে কিমের দেশ। যারফলে খাদ্য-শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পরিস্থিতিতে কিম জানান, সংকট মোকাবিলয়ায় তার দেশের জনগণ এবং সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।

সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম

সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম

তবে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম। এমন সময়েও শাসকের একরোখা সিদ্ধান্তের শিকার হচ্ছেন উত্তর কোরিয়ার নাগিরকরা। কিন্তু সেদেশের সরকারের দাবি, নিজেদের পারমাণবিক অস্ত্র দেশের সুরক্ষা এবং ভবিষ্যতের গ্যারান্টি হওয়ায় কোনও যুদ্ধ হবে না। যদিও বহির্বিশ্বের চাপ এবং সামরিক হুমকি ক্রমশই বাড়ছে সেদেশে।

কিমের হুমকি

কিমের হুমকি

গতমাসেই কিম জং উন বলেন, আরেকটি সশস্ত্র সংঘাত ঠেকাতে নিরঙ্কুশ শক্তি অর্জনের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া। সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে লড়তে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমরা এখন যেকোনও সাম্রাজ্যবাদী ও শত্রু পক্ষের সামরিক হুমকি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম।

উত্তর কোরিয়া নিয়ে মার্কিন রিপোর্ট

উত্তর কোরিয়া নিয়ে মার্কিন রিপোর্ট

ইউএস মিলিটারির একটি রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার কাছে রয়েছে অন্তত ৬০টি নিউক্লিয়ার বোমা ও ৫০০০ টন রাসায়নিক অস্ত্র। মার্কিন সেনার দাবি, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে অনেক। ২০-৬০ টি পরমাণু বোমা তাদের কাছে রয়েছে বলে দাবি আমেরিকার। প্রত্যেক বছর অন্তত ছ'টি করে নতুন বোমা তৈরি করা হয় উত্তর কোরিয়ায়। এই আবহে কিমের এই গোপন বৈঠক নিয়ে উত্তেজনার পারদ চড়ছে বিশ্ব রাজনীতিতে।

English summary
North Korean leader Kim Jong Un summons rare meeting on crucial issue, raises alarm worldwide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X