For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা কিম জং-এর ধরাশায়ী অবস্থা! কেন ভেঙে পড়ল শরীর, নজর বিশ্বের

  • |
Google Oneindia Bengali News

তাঁকে নিয়ে একাধিক রহস্য আজও সমাধান হয়নি। তিনি কেন ছদ্ম নাম নিয়ে সুইৎজারল্যান্ডে পড়াশোনা করেন, তাঁর চুলের কাটিং নকল করে কোরিয়ায় কেন একাধিক মানুষের মৃত্যু হয়েছে, এই সমস্ত কিছু নিয়েই একাধিক জল্পনা ও তথ্য রয়েছে। অন্যদিকে, তিনি কতটা ভয়াবহ তা তাঁর একাধিক কর্মকাণ্ড আজ পর্যন্ত বিশ্বকে জানান দিয়েছে। এমন পরিস্থিতিতে এই দোর্দণ্ডপ্রতাপ নেতার শারীরিক পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে বলে খবর।

 বিপদে রয়েছেন কিম?

বিপদে রয়েছেন কিম?

বিভিন্ন গুপ্তচর সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের সর্বেসর্বা কিমের শারীরিক পরিস্থিতি ভেঙে পড়েছে। আপাতত তিনি 'বড়সড় বিপদে' রয়েছেন বলেও মার্কিন বহু আমলা দাবি করতে শুরু করেছেন।

 কেন এমন পরিস্থিতি কিমের?

কেন এমন পরিস্থিতি কিমের?

জানা গিয়েছে, সাম্প্রতিককালে একটি অপরেশন তিনি করিয়েছেন তাঁর শরীরে। জানা গিয়েছে, হৃদপিণ্ডের এই অপরেশনের পর থেকেই কোরিয়ার একছত্র নায়ক কিমের শরীর ভেঙে পড়েছে। যদিও উত্তর কোরিয়া এই নিয়ে কোনও তথ্য বাইরে আসতে দিচ্ছে না।

কেন কিমকে নিয়ে সন্দেহ বাইরে আসতে থাকে?

কেন কিমকে নিয়ে সন্দেহ বাইরে আসতে থাকে?

জানা গিয়েছে, উত্তর কোরিয়ার অন্যতম বড় ছুটির দিন ছিল ১৫ এপ্রিল। সেদিন কিমের দাদু অর্থাৎ কিম ২ সাং এর জন্মদিন। আর সেই দিনের উদযাপনে কিমকে দেখা যায়নি। এতবড় অনুষ্ঠান থেকে কিমের সরে যাওয়া নিয়ে বড়সড় চিন্তা দানা বাঁধতে শুরু করে। তারপরই আসে এই তথ্য়।

এই প্রথম নয়,,

এই প্রথম নয়,,

কিম জং এর মিডিয়ার চোখ থেকে সরে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও তিনি এমন করেছেন। এর আগে ২০১৪ সালে ৬ সপ্তাহের জন্য মিডিয়ার সামনে থেকে সরে যান কিম। জানা যায়, তাঁর পায়ে একটি সিস্ট অপরেশনের জন্য তিনি হাসপাতালে ছিলেন। তবে গোটা বিষয়ে সন্দেহ তেকে বেরিয়ে আসতে পারছে না দক্ষিণ কোরিয়া। যারা উত্তর কোরিয়ার উপ কর্মাগত নজর রাখছে।

English summary
North Korean Leader Kim Jong Un’s ‘fragile condition’ after surgery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X