করোনার নতুন ভ্যারিয়েন্ট আটগুণ কম করছে অ্যান্টিবডির প্রভাব, চতুর্থ ওয়েভের আশঙ্কা
সারা বিশ্বে করোনার আরও একটি নতুন তরঙ্গের আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানীরা৷ করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ আটগুণ কম করছে অ্যান্টিবডির প্রভাব, চতুর্থ ওয়েভের আশঙ্কা দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা নেওয়া মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে সক্ষম এই নতুন করোনা স্ট্রেন!

কী অবস্থায় রয়েছে চিন!
চিনে নতুন করে দৈনিক সংক্রমন চার অঙ্কে পৌঁছেছে৷ বাড়ছে দৈনিক করোনা মৃত্যুও। নতুন করে বেশি কিছু জায়গাতে লকডাউনে যেতে হয়েছে দেশটিকে৷ যদিও বিশ্বে সবচেয়ে দ্রুত করোনা টিকাকরণের দাবি করেছিল চিন৷ সংবাদমাধ্যমের খবর চিনের সংক্রমিতদের মধ্যে বড় অংশ ওমিক্রনেরই নতুন স্ট্রেনগুলিতে সংক্রমিত৷ তবে তারমধ্যে কতজন বিএ.৪ বস বিএ.৫ এ সংক্রমিত তা স্পষ্ট নয়!

আমেরিকায়ও বাড়ছে করোনা!
যদিও চলতি বছর জানুয়ারি থেকেই আমেরিকায় করোনা বাড়ছে। এবং তার মধ্যে ওমিক্রনের সংক্রমণই বেশি৷ কিন্তু সম্প্রতি আমেরিকাতে বিএ.২ এরও সংক্রমন বাড়ছে বলে জানা গিয়েছে। তবে স্বস্তির কথা এই যে বেশিরভাগ সংক্রমিতের খুবই অল্প উপসর্গ রয়েছে। এবং মৃত্যুর হারও নিম্নমুখী।

ভারতেও চতুর্থ ওয়েভের কথা বলছেন বিশেষজ্ঞরা!
ভড়তে এখনও বিএ.৪ বা বিএ.৫ এর খোঁজ না মিললেও ওমিক্রনেরই আরএকটি অতিসংক্রাকমক স্ট্রেন এক্সই-র খোঁজ পাওয়া গিয়েছে। দিল্লিতে হুহু করে বাড়ছে করোনা৷ কেরল, মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ উর্ধ্বমুখী৷ তবে কিছুটা বাড়লেও এখনও ভারতের দৈনিক করোনা মৃত্যু স্থিতিশীলই!
বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রনের এই দুটি ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের সুরক্ষা কবচ ভাঙতে সক্ষম