For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারোর রাজনৈতিক ভাবাবেগে আঘাত উদ্দেশ্য নয়, ওলির 'অযোধ্যা' মন্তব্যের সাফাই নেপালের বিদেশমন্ত্রকের

কারোর রাজনৈতিক ভাবাবেগে আঘাত উদ্দেশ্য নয়, ওলির 'অযোধ্যা' মন্তব্যের সাফাই নেপালের বিদেশমন্ত্রকের

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে চলেছেন নেপালের ওলি সরকার। ভুল বুঝতে পেরে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছে নেপালের বিদেশ মন্ত্রক। শ্রী রাম নেপালের দাবি করে অযোধ্যা নিয়ে নেপালের প্রধানমন্ত্রী ওলি যে মন্তব্য করেছিলেন তা নিয়ে এবার সাফাই গাইল নেপােলর বিদেশমন্ত্রক। বিবৃতি জারি করে জানানো হয়েছে এই অযোধ্যা মন্তব্যে কারোর ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না নেপালের।

অযোধ্যা নেপালে

অযোধ্যা নেপালে

ফের ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। শ্রীরাম ভারতের নয় নেপালে জন্মেছিলেন দাবি করেছেন তিনি। কাজেই আসল অযোধ্যা নেপালে রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তার পরেই শোরগোল পড়ে যায় নেপালে। এমনই ওলির মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়ে গিয়েছে ভারতেও।

সাফাই গাইল বিদেশমন্ত্রক

সাফাই গাইল বিদেশমন্ত্রক

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অযোধ্যা মন্তব্যের পর বেশ অস্বস্তিতেই পড়েছে নেপালের কমিউনিস্ট পার্টি। তরিঘড়ি তাই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তারা। নেপাল বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কারোর রাজনৈতিক ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না প্রধানমন্ত্রীর। ভারতে অযোধ্যার অবমাননা করা উদ্দেশ্য ছিল না নেপালের প্রধানমন্ত্রীর।

রামায়ণে নেপালের যোগ

রামায়ণে নেপালের যোগ

রামায়ণে নেপালেরও যে যোগ রয়েছে সেকথা বোঝাতেই প্রধানমন্ত্রী ওলি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। রামায়ণের সঙ্গে নেপালের যে যোগ রয়েছে সেকথা বোঝাতেই এই মন্তব্য করেছিলেন ওলি এমনই জানানো হয়েছে।

অস্বস্তি বাড়াচ্ছেন ওলি

অস্বস্তি বাড়াচ্ছেন ওলি

ভারতের সঙ্গে হঠাৎ করে বিরোধী আচরণ শুরু করেন ওলি। মানচিত্রে ভারতের কালাপানি সংযুক্ত করা থেকে শুরু করে সীমান্তে নেপাল সেনার আস্ফালন। কোনও কিছুই বাদ যায়নি। এই নিয়ে ওলির প্রতি অত্যন্ত অসন্তুষ্ট কমিউনিস্ট পার্টি। তাঁকে পদত্যাগের কথাও বলা হয়েছে।

করোনার তাণ্ডব চলছেই বাংলাজুড়ে, মৃত্যু প্রায় হাজার ছুঁই ছুঁই! পরিসংখ্যানে উদ্বেগকরোনার তাণ্ডব চলছেই বাংলাজুড়ে, মৃত্যু প্রায় হাজার ছুঁই ছুঁই! পরিসংখ্যানে উদ্বেগ

English summary
Nepal foreign ministry issued clarification on PM Oli's 'Ayodha' Coment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X