For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে ইতিহাস করে প্রথমবারের জন্যে সূর্যের দরজায় Parker Solar Probe! মুহূর্তের সেই ভিডিও রইল

মহাকাশে ইতিহাস নাসার (NASA)। একেবারে সূর্যের দরজায় কড়া নেড়ে আসল নাসার মহাকাশযান Parker Solar Probe। যা মহাকাশ গবেষণায় প্রথমবার ঘটল। ফলে এই ঘটনায় রীতিমত উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা।

  • |
Google Oneindia Bengali News

মহাকাশে ইতিহাস নাসার (NASA)। একেবারে সূর্যের দরজায় কড়া নেড়ে আসল নাসার মহাকাশযান Parker Solar Probe। যা মহাকাশ গবেষণায় প্রথমবার ঘটল। ফলে এই ঘটনায় রীতিমত উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, সূর্যকে ঘিরে রয়েছে একাধিক রহস্য। জল্পনারও শেষ নেই। এবার সূর্যকে ঘিরে একাধিক রহস্য ভেদ সম্ভব। সম্প্রতি মার্কিন গবেষকরা geophysical union-এর এক বৈঠকে এমনটাই তথ্য জানিয়েছেন।

Parker Solar Probe এপ্রিল মাসে সূর্যের কাছে পৌঁছয়

Parker Solar Probe এপ্রিল মাসে সূর্যের কাছে পৌঁছয়

Parker Solar Probe এপ্রিল মাসে সূর্যের কাছে পৌঁছয়। ক্যামেরাবন্দি করা হয় সূর্যের বেশ কিছু অবস্থানের। বিজ্ঞানীরা বলছেন, নাসার তৈরি এই মহাকাশ যান এপ্রিল মাসে সূর্যের কাছে পৌঁছলেও সমস্ত ডেটা তাদের কাছে আসতে কয়েক মাস লেগে গিয়েছে। শুধু তাই নয়, সেই সমস্ত ডেটা বিশ্লেষণ করে একটা জায়গাতে আসার ক্ষেত্রেও অনেক সময়ে কেটে গিয়েছে। তবে ধীরে ধীরে সূর্যের বেশ কিছু পরিবর্তন ডেটা থেকে পাচ্ছেন বলে জানাচ্ছেন গবেষকরা। বিশেষ করে সৌরবায়ুর খামখেয়ালিপনা নিয়েও বিশেষ তথ্য সামনে আসছে।

২০১৮ সালে এই যান লঞ্চ করা হয়েছিল

২০১৮ সালে এই যান লঞ্চ করা হয়েছিল

John Hopkins University-এর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এমন এক বিজ্ঞানী Nour Raouafi বলছেন, Parker Solar Probe-কে ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল। পার্কার যখন প্রথমবার সৌরমণ্ডলের এবং সৌরবায়ু পাড় করেছিল সেই সময়ে সূর্যের কেন্দ্র থেকে ১৩ মিলিয়ন কিলোমিটার দূরে ছিল। বিজ্ঞানীরা বলছেন, Parker Solar Probe কম করে হলেও তিনবার সৌরবাইয়ুর মধ্যে ঢুকেছিল বলে দাবি বিজ্ঞানীদের।

১০০ কিমি প্রতি সেকেন্ডে স্পিডে ঘুরেছে এই মহাকাশ যান

১০০ কিমি প্রতি সেকেন্ডে স্পিডে ঘুরেছে এই মহাকাশ যান

University of Michigan-এর Justin Kasper সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মহাকাশ যান ভয়ঙ্কর গতিতে ছুটছিল। আর সেই সময়ে Parker Solar Probe-এর স্পিড ছিল ১০০ কিমি প্রতি সেকেন্ড। আর সেই সময়েটা চরম নাটকীয় মুহূর্ত ছিল বলে দাবি ওই মহাকাশ বিজ্ঞানীর। কারন যে কোনও মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারত। আর তা শেষ হলেও সমস্ত স্বপ্ন শেষ। Justin Kasper বলছেন, সৌরবায়ুর ভিতরের অংশটা যা মনে করা হয়েছিল তা মোটেই তা নয়। বরং গোটা পরিস্থিতিটাই আলাদা। ধুলোও ভরা সৌরমন্ডল।

গত মাসে এই মহাকাশযান সূর্যের সবথেকে কাছে পৌঁছয়

গত মাসে এই মহাকাশযান সূর্যের সবথেকে কাছে পৌঁছয়

তবে বিজ্ঞানীরা মনে করছেন যে ডেটা সামনে এসেছে তা থেকে আগামীদিনে অনেক তথ্য পাওয়া যাবে। বিশেষ করে সৌর মন্ডল সহ একাধিক বিষয়। বিশেষ করে সূর্যের গরমের কারন এবং মহাকাশে কীভাবেই তা ছড়িয়ে পড়ে। এছাড়াও সূর্যের বিস্ফোরণ সহ আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তবে গত মাসে এই মহাকাশযান সূর্যের সবথেকে কাছে পৌঁছয়। সেখানে ডেটা সংগ্রহ করে। বিজ্ঞানীরা বলছেন, Parker Solar Probe একাধিকবার সূর্যের কাছে পৌঁছবে। ডেটা পাঠাবে। তবে ২০২৫ সালে এই মহাকাশযান একেবারে শেষ কক্ষে গিয়ে পৌঁছবে। আর সেই সময়টাই খুব গুরুত্বপূর্ণ বলে মত গবেষকদের।

https://www.youtube.com/embed/IQXNqhQzBLM

English summary
NASA's Parker Solar Probe reached near sun
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X