For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহে ১৮ হজার রোহিঙ্গা এসেছে বাংলাদেশে

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অনেকেই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে।

  • By Bbc Bengali

রোহিঙ্গা
BBC
রোহিঙ্গা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম বলছে গত এক সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা মুসলমান সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে।

আইওএম-এর কক্সবাজার অফিসের প্রধান সানযুক্তা সাহানি বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অনেকেই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি সীমান্তে কড়াকড়ি বজায় রাখলেও অনেক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

গত শুক্রবার থেকেই বাংলাদেশের ভেতরে রোহিঙ্গাদের আসার প্রবণতা বাড়তে থাকে।

এর আগে গত বছরের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমন-পীড়ন শুরুর পর হাজার-হাজার রোহিঙ্গা মুসলমান সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আসে।

জাতিসংঘের হিসেবে সে সময় ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল।

সে সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেন, মিয়ানমারের সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে।

এদিকে চলমান রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

English summary
Myanmar Rakhine: Thousands flee to Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X