For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরওয়েতে বজ্রাঘাতে নজিরবিহীনভাবে মৃত ৩০০ বল্গাহরিণ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওসলো, ৩০ অগাস্ট : নরওয়ের দক্ষিণে বজ্রাঘাতে প্রায় ৩০০ বল্গাহরিণের মৃত্যু হয়েছে বলে সেদেশের সরকারের তরফে জানানো হয়েছে। এমন ঘটনাকে নজিরবিহীন বলেও ব্যাখ্যা করা হয়েছে। [৩৪ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় মুক্তোর সন্ধান মিলল ফিলিপিন্সে]

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার নরওয়ের ন্যাশনাল পার্কে। এখানে মোট ১০ হাজার বল্গাহরিণের আবাস। তার মধ্যে মোট ৩২৩টি বল্গাহরিণ মারা গিয়েছে, এর মধ্যে ৭০টি শাবক ছিল। নরওয়ের টিভিতে দেখানো চিত্রে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে সার দিয়ে পড়ে রয়েছে শয়ে শয়ে হরিণ। [পুরো খাবার না খেলেই এই রেস্তরাঁয় দিতে হয় মোটা টাকা জরিমানা!]

নরওয়েতে বজ্রাঘাতে নজিরবিহীনভাবে মৃত ৩০০ বল্গাহরিণ

নরওয়ের পরিবেশ বিভাগের দাবি, শুক্রবার এই এলাকায় ভীষণ বজ্রপাত হয়। এর থেকে বাঁচতে স্বভাববশত অনেকগুলি হরিণ একজায়গায় জড়ো হয়েছিল। সেখানেই বাজ পড়ে হরিণগুলি মারা গিয়েছে। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]

এতগুলি হরিণের মৃতদের নিয়ে কী করা হবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি নরওয়ের বনবিভাগ। প্রসঙ্গত, নরয়েতে সবমিলিয়ে মোট ২৫ হাজার বল্গাহরিণ হয়েছে। এরা নরওয়ের দক্ষিণপ্রান্তের পাহাড়ি এলাকার বাসিন্দা। এভাবে এতগুলি হরিণের আকষ্মিক প্রয়াণে নতুন করে এদের নিরাপত্তা নিয়ে ভাবছে প্রশাসন। [স্বামী পেটানোয় বিশ্বসেরা এই দেশের মহিলারা!]

English summary
More Than 300 Reindeer Killed By Lightning In Norway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X