For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের করোনা নিয়ে চিনকে দোষারোপ আমেরিকার! প্রমাণ রয়েছে, দাবি মাইক পম্পেওর

Google Oneindia Bengali News

করোনায় জর্জরিত আমেরিকায় এখন প্রতিদিন কয়েক গুণ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মাত্র কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত মার্কিনীদের সংখ্যা ছিল ৫ লক্ষ। আর এখন তা ছাড়িয়েছে ১২ লক্ষ। সারা বিশ্বে মোট করোনা-আক্রান্তের এক-তৃতীয়াংশই এখন মার্কিন মুলুকে। মারা গিয়েছেন ৭৪ হাজারের বেশি।

করোনা নিয়ে চিনকে দোষারোপ মার্কিন প্রশাসনের

করোনা নিয়ে চিনকে দোষারোপ মার্কিন প্রশাসনের

এদিকে এই পরিস্থিতিতেও মার্কিন প্রশাসন করোনা নিয়ে চিনকে দোষারোপ করা থেকে বিরত থাকছে না। এই বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এদিন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে যা থেকে প্রমাণিত হয় যে চিনের ল্যাবের থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে।

কী বলেন মাইক পম্পেও

কী বলেন মাইক পম্পেও

বুধবার হোয়াইট হাউসের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইক বলেন, 'গোয়েন্দাদের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব না। তবে আমি আপনাদের এটুকু জানাতে পারি যে চিনের ল্যাবের থেকেই করোনা ভআইরাস ছড়িয়েছে। এর স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে।'

করোনা ঘিরে রহস্য

করোনা ঘিরে রহস্য

সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, আমরা সঠিক উত্তর খুঁজে পেতে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তথ্য আসছে। কোনটির উপর নির্ভর করা যায় সেটিও একটি কষ্টসাধ্য কাজ। এদিকে গত শুক্রবার মার্কিন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে গোয়েন্দা সংস্থা সিআইএ। গত বৃহস্পতিবার তারা জানায়, তাদের অনুসন্ধান বলছে, চিন থেকে উৎপত্তি হওয়া যে ভাইরাসটি এখন বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে তা মানবসৃষ্ট নয়।

চিনকে তোপ দাগেন ট্রাম্পও

চিনকে তোপ দাগেন ট্রাম্পও

এদিকে এর আগে ডোনাল্ড ট্রাম্পও এই ইস্যুতে বলেছিলেন, 'গোড়াতেই করোনা বন্ধ বা শেষ না করতে পারাতেই বর্তমানে বিশ্বের ১৮৪টি দেশ নরকবাসে রয়েছে। উহানের ভাইরলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। আমি প্রমাণ দেখেছি, তবে আপনাকে তা নিয়ে এখন বলতে পারব না।'

English summary
Mike Pompeo said that USA has proof that China is behind coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X