For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিগর্ভ ইজরায়েল! করোনা সঙ্কটের আবহে গোটা দেশেই বাড়ছে নেতানিয়াহু-বিরোধী আন্দোলন

করোনা সঙ্কটের আবহে গোটা ইজরায়েলে বাড়ছে নেতানিয়াহু-বিরোধী আন্দোলন

  • |
Google Oneindia Bengali News

করোনা ঠেকাতে ব্যর্থ হওয়া ইতিমধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলেছে সে দেশের মানুষ। গতমাস থেকেই দেশের বিভিন্ন শহরাঞ্চলে চলছে একটানা বিক্ষোভ। বর্তমানে তা নতুন করে পুঞ্জীভূত হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই ইজরায়েলি প্রধানমন্ত্রীকে 'ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। সূত্রের খবর এমতাবস্থায় শনিবার নেতানিয়াহুর সরকারী বাসভবনের বাইরে কয়েক হাজার মানুষ জমায়েত করেন। চলে একটানা প্রতিবাদ বিক্ষোভ।

বিক্ষোভের আঁচ পৌঁছায় তেল আবিবেও

বিক্ষোভের আঁচ পৌঁছায় তেল আবিবেও

সূত্রের খবর, সপ্তাহভর প্রতিবাদ বিক্ষোভের মাঝেই শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী জেরুজালেমও। বিক্ষোভের আঁচ পৌঁছায় তেল আবিবেও। ওয়াকিবহাল মহলের ধারণা গত মাসের একটানা বিক্ষোভ শনিবারই ইজরায়েলের বিভিন্ন শহরে সর্বাত্মক চেহারা নেয়। এদিকে করোনার জেরে তিন মাস স্থগিত থাকার পর জেরুজালেমের আদালতে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়া গত মাস থেকেই শুরকু হয়েছে বলে জানা যাচ্ছে।

জেরুজালেমের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

জেরুজালেমের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

এদিকে করোনা মহামারীর শুরু পর থেকেই গোটা দেশেই কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ যুবক যুবতী। পাশাপাশি গত কয়েকমাসেই গোটা দেশে করোনা সংক্রমণে বিশেষ রাশ টানতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। এমতাবস্থায় করোনা পরিস্থিতিতে সরকার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বিশেষ কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করছে ইজরায়েলের সাধারণ মানুষ। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে চরম অর্থনৈতিক দুরাবস্থায় শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারীরা।

আন্দোলনের নেতৃত্বে যুবসমাজ

আন্দোলনের নেতৃত্বে যুবসমাজ

শনিবারও তেল আভিবের রবিন স্কোয়ারে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন বলে জানা যায়। গোটা আন্দোলনের সর্বাধিক অগ্রনী ভূমিকা নেয় ইজরায়েলের যুবসমাজ। তাদের অভিযোগ করোনাকালে একাধিক সরকারি প্রকল্পের টাকা দিতে অহেতুক গড়িমসি করছে সরকার। তাতে সাধারাণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বেকারত্বের পরিমাণ ২১ শতাংশ ছাড়িয়েছে

বেকারত্বের পরিমাণ ২১ শতাংশ ছাড়িয়েছে

সূত্রের খবর, বর্তমানে বর্তমানে গোটা ইজরায়েলে বেকারত্বের পরিমাণ ২১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি নেতানেয়াহু-র দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। এমতাবস্থায় গত মাস থেকেই সমাজের বিভিন্ন অংশ থেকে উঠে আসা মানুষ তাদের পেশা ও আর্থিক সামর্থ্য নির্বিশেষে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে রাস্তায় নেমেছেন। যাতে অংশ নিয়েছেন শিক্ষক, ছোট ব্যবসায়ী, নার্স, সমাজকর্মী সহ বিভিন্ন মহলের মানুষেরা।

অযোধ্যার ৫ অগাস্টের অনুষ্ঠানের আগে হনুমান চালিসা পাঠের উদ্যোগ কংগ্রেসের কমলনাথের, ফের জল্পনা তুঙ্গেঅযোধ্যার ৫ অগাস্টের অনুষ্ঠানের আগে হনুমান চালিসা পাঠের উদ্যোগ কংগ্রেসের কমলনাথের, ফের জল্পনা তুঙ্গে

English summary
israel coronavirus news antinetanyahu movement grows across israel as goverment fails to stave off recession and coronavirus crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X