For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজ ফুরিয়েছে হিজবুল প্রধানের? জঙ্গি নেতার উপর হামলা চালাল আইএসআই!

Google Oneindia Bengali News

পাকিস্তানে রয়েছেন হিজবুল মুজাহিদিন-এর প্রধান সৈদ সালাহ-উদ্দিন। জানা গিয়েছে গত ২৫ মে পাকিস্তানের ইসলামাবাদে তার উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়। সূত্রের খবর সেই হামলা চালানোর পিছনে হাত রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।

জঙ্গিদের সাহায্য করে আইএসআই

জঙ্গিদের সাহায্য করে আইএসআই

বিষয়টিতে সব আন্তর্জাতিক বিশেষজ্ঞই একটু হতভম্ব। এই পাকিস্তান এতদিন ধরে কাশ্মীরে জঙ্গিদের সাহায্য করতে ও ভারতকে মুশকিলে ফেলতে হিজবুলকে সাহায্য করত। আর পাকিস্তানের হয়ে এই কাজ করত আইএসআই। এখন সেই হিজবুল প্রধানের উপর হামলা চালাতে উদ্যোগ নিল সেই আইএসআই।

হিজবুল প্রধান ও আইএসআই-এর মধ্যে দ্বন্দ্ব

হিজবুল প্রধান ও আইএসআই-এর মধ্যে দ্বন্দ্ব

মনে করা হচ্ছে আইএসআই ও হিজবুল মুজাহিদিন-এর প্রধান সৈদ সালাহ-উদ্দিনের মধ্যে মতপার্থক্যের জেরেই এই হামলা চালায় আইএসআই। আরও জানা গিয়েছে, সম্ভবত প্রাণে মারা নয়, হিজবুল প্রধানকে একটি বার্তা পাঠাতেই এই হামলা চালানো হয়েছিল।

আইএসআই-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিল জঙ্গি নেতা

আইএসআই-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিল জঙ্গি নেতা

কয়েকদিন ধরেই নাকি আইএসআই-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিল জঙ্গি নেতা সালাহ-উদ্দিন। হিজবুল জঙ্গিদের পর্যাপ্ত সাহায্য ও প্রশিক্ষণ না দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি হাতিয়ার ও বিস্ফোরক সাপ্লাইও কমিয়ে দিয়েছে আইএসআই।

রিয়াজ নাইকুর মৃত্যুর পর সম্পর্কের অবনতি

রিয়াজ নাইকুর মৃত্যুর পর সম্পর্কের অবনতি

কয়েকদিন আগে হিজবুল জঙ্গি রিয়াজ নাইকুকে ভারতীয় সেনা মারার পর আরও তিক্ততা বাড়ে হিজবুল প্রধান ও আইএসআই-এর মাঝে। এরপর বৃহস্পতিবার ভোর রাতে কাশ্মীরের পুলওয়ামা থেকে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই গাড়ি। গোয়েন্দাদের সন্দেহ, পুলওয়ামার সেই ঘটনার পিছনেও আইএসআই যোগ থাকতে পারে।

<strong>লাদাখ সীমান্ত নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের কড়া জবাব দিল চিন! কী বলল বেজিং?</strong>লাদাখ সীমান্ত নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের কড়া জবাব দিল চিন! কী বলল বেজিং?

English summary
ISI suspected of attacking Hizbul Mujahideen chief Syed Salahuddin attacked in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X