For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াশিংটনে পৌঁছলেন মোদী, ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী

ওয়াশিংটনে (washington) পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ভোট ৩.৩০-এ সেখানে পৌঁছেন যান জয়েন্ট বেস অ্যান্ড্রু এয়ারবেসে। প্রধানমন্ত্রী আমেরিকা সফর তিনদিনের। আমেরিকার (usa) প্র

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটনে (washington) পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ভোট ৩.৩০-এ সেখানে পৌঁছেন যান জয়েন্ট বেস অ্যান্ড্রু এয়ারবেসে। প্রধানমন্ত্রী আমেরিকা সফর তিনদিনের। আমেরিকার (usa) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী সেখানে কোয়াড নেতৃত্বের সঙ্গেও মিলিত হবেন।

ভারতীয় পতাকায় স্বাগত

ভারতীয় পতাকায় স্বাগত

বিমানবন্দরে এদিন প্রধানমন্ত্রীকে অনাবাসী ভারতীয়রা ভারতীয় পতাকা নিয়ে স্বাগত জানান। ভারী বৃষ্টির মধ্যে বিদেশের মাটিতে এই ধরনের অভ্যর্থনায় খুশি মোদী। বিমানবন্দর থেকে মোদী যান পেনসিলভেনিয়া এভফিনিউতে উইরাল্ড হোটেলে। বিমানবন্দরে ওয়াশইংটনে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সিধু ছাড়াও স্বাগত জানান বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

 দুবছরে প্রথম সফর

দুবছরে প্রথম সফর

করোনাকালে প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম বিদেশ সফর এবং আমেরিকা সফর। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার। আর গত দুবছরে দ্বিতীয়বার। শেষবার মোদী আমেরিকায় গিয়েছিলেন পূর্বতন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে। সেই সময়ে হাউস্টনে 'হাউডি মোদী' অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন। ২৪ সেপ্টেম্বর এই আলোচনার সময় নির্ধারিত হয়ে আছে। এরপর তিনি কোয়াড বৈঠকে যোগ দেবেন। এর আগে গত মার্চে প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি কোয়া বৈঠকে যোগ দিয়েছিলেন।
২০১৪ সালে প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকে মোদী এনিয়ে সাতবার আমেরিকা সফর করলেন। মোদী আগেই জানিয়েছেন, এই সফরে আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হবে। এছাড়াও বর্তমান আফগান পরিস্থিতি, চিনের অতি সক্রিয়তা, সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনা হবে।

বৃহস্পতিবার বিভিন্ন সিইওদের সঙ্গে বৈঠক

বৃহস্পতিবার বিভিন্ন সিইওদের সঙ্গে বৈঠক

সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার আমেরিকার বিভিন্ন কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন। এই তালিকায় রয়েছে কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অটোমিকস অ্যান্ড ব্ল্যাকস্টোন। এরপর তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে উইলার্ড হোটেলে বৈঠক করবেন রাত এগারোটা নাগাদ। এরপর প্রধানমন্ত্রী মোদী বেরিয়ে যাবেন এসেনহাওয়ার এগজিকিউটিভ অফিস বিল্ডিংয়ের উদ্দেশে। সেখানে তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মিলিত হবেন।

শনিবার রাষ্ট্রসংঘের বৈঠকে যোগদান

শনিবার রাষ্ট্রসংঘের বৈঠকে যোগদান

শনিবার প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৭৬ তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে করোনা মোকাবিলা ছাড়াও, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জয়বায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তাঁর ভাষণে উঠে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্কের ম্যানহাটানে লটেল নিউ ইয়র্ক প্যালেস হোটেলে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
PM Modi is greatful to the Indian community on warm welcome in Washington as he arrives there to meet President Biden and VP Kamala Harris
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X