For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের পরমাণু সাবমেরিন ভারতীয় জলসীমার কাছে! চৈনিক আস্ফালনে সেনা-তৎপরতা জারি

কয়েকদিন আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনার মধ্যে রীতিমতো উত্তেজনা শুরু হয়। প্যাংগং লেকের ধার বরাবর দুই সেনার টহল ঘিরে শুরু হয় যাবতীয় উত্তেজনার সূত্রপাত।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনার মধ্যে রীতিমতো উত্তেজনা শুরু হয়। প্যাংগং লেকের ধার বরাবর দুই সেনার টহল ঘিরে শুরু হয় যাবতীয় উত্তেজনার সূত্রপাত। এরপর লাদাখ সীমান্ত খানিক ঠাণ্ডা হলেও, ভারতের জলসীমার কাছাকাছি চৈনিক আস্ফালন রীতিমতো চিন্তায় ফেলেছে ভারতকে।

ভারত মহাসাগরে চৈনিক আস্ফালন!

ভারত মহাসাগরে চৈনিক আস্ফালন!


ভারতীয় নৌসেনার তথ্য অনুযায়ী, কয়েকদিন আগেই ভারত মহাসাগরের কাছে চিনের পরমাণু সাবমেরিনের ঘোরাফেরা দেখা যায়। চিনের জলযান জিয়ানকে ভারতীয় জলসীমার কাছাকাছি আসতে দেখেই সতর্কতা অবলম্বন করেছে ভারতীয় নৌসেনা।

বিশেষ নজরদারি মূলক এয়ারক্রাফ্টে কী ধরা পড়েছে!

বিশেষ নজরদারি মূলক এয়ারক্রাফ্টে কী ধরা পড়েছে!

ভারতীয় নৌসেনার বিশেষ নজরদারি মূলক এয়ারক্রাফ্ট পি ৮আই -এর ক্যামেরায় দেখা গিয়েছে , চিনের পরমাণু শক্তি সম্পন্ন যান জিয়ানকে। প্রসঙ্গত, এই জলযান , স্থলের পথেও শক্তিধর বলে খবর। শ্রীলঙ্কার জল সীমার কাছাকাছি জায়গা থেকে এই যুদ্ধযানকে ভারতীয় জলসীমার কাছে ঘোরাফেরা করতে দেখা যায়।

 চিনের অ্যান্টি পাইরেসি এসকোর্ট টাস্ক ফোর্স চিহ্নিত!

চিনের অ্যান্টি পাইরেসি এসকোর্ট টাস্ক ফোর্স চিহ্নিত!

ভারতের তরফে পি-এইটআই আরও একটি চিনের জলযানকে চিহ্নিত করেছে। এটি অডেন উপসাগরীয় এলাকায় চোরাই কারবার রুখতে 'এসকর্ট টাস্ক ফোর্স' এর জলযান হিসাবে মোতায়েন রয়েছে। যাতে সোমালিয়া থেকে আসা চিনের বাণিজ্য জাহাজকে কোনওভাবে কেউ আঘাত করতে না পারে।

ভারতের নজরদারি!

ভারতের নজরদারি!

ভারতীয় নৌসেনা ভারতীয় জলসীমার কাছাকাছি চিনের যুদ্ধ জাহাজের আনাগোনাকে মোটেও ভালো নজরে দেখছে না ভারত। লাদাখের ঘটনার পর বেজিং কোন দিকে নিজের কূটনৈতিক চাল এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিক নজর রাখছে নয়াদিল্লি।

<strong>[ গুলাম নবি আজাদকে কাশ্মীরে প্রবেশের অনুমতি, গ্রাউন্ড রিপোর্ট চাইল শীর্ষ আদালত]</strong>[ গুলাম নবি আজাদকে কাশ্মীরে প্রবেশের অনুমতি, গ্রাউন্ড রিপোর্ট চাইল শীর্ষ আদালত]

[ শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি][ শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি]

English summary
Indian Navy Tracks down Chinese nuclear Submarines operating close to India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X