For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসেও বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত, হাত তালির ধন্যবাদ ব্রিটেনেও

করোনা ভাইরাসেও বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত, হাত তালির ধন্যবাদ ব্রিটেনেও

Google Oneindia Bengali News

এক সময়ে যাঁরা ভারতকে শাসন করেছে সেই ব্রিটিশরাই এখন ভারতে অনুসরণ করছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে ভারতীয়দের ধাঁচেই নমস্কার করে শুভেচ্ছা বিনিময় করতে শুরু করেছেন ব্রিটিশরা। এখানেই শেষ নয় মোদীর অনুরোধে যেমন গোটা দেশ জরুরি পরিষেবা দানকারীদের হাত তালি দিয়ে ধন্যবাদ জানিয়েছে। তেমন ব্রিটেনও হাত তালি দিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে।

হাত তালি দিয়ে ধন্যবাদ ভারতে

হাত তালি দিয়ে ধন্যবাদ ভারতে

গত ২২ মার্চ গোটা দেশে জনতা কার্ফু জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন ঠিক বিকেল ৫টা দেশবাসীকে নিজের নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে হাত তালি দিয়ে অথবা থালা, ঘণ্টা, কাঁসর বাজিয়ে করোনা মোকাবিলায় দেশে জরুরি পরিষেবা দানকারীদের ধন্যবাদ জানাতে বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই কথা মেনে গোটা দেশ সেদিন ধন্যবাদ জানিয়েছিল তাঁদের।

ব্রিটেনও হাঁটল সেই পথে

ব্রিটেনও হাঁটল সেই পথে

ভারতকে অনুসরণ করে এবার ব্রিটেনও হাত তালি দিয়ে করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসকদের হাত তালি দিয়ে ধন্যবাদ জানাল। ২৬ মার্চ গোটা ব্রিটেন এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিকিৎসকদের। তাতে সামিল হয়েছিল রাজ পরিবারের সদস্যরাও। এমনকী ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক।

করোনা আক্রান্ত বরিস ও প্রিন্স চার্লস

করোনা আক্রান্ত বরিস ও প্রিন্স চার্লস

ব্রিটেনে দ্রুত হারে ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন রাজ পরিবারের সদস্যও। প্রিন্স চার্লসেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। এমনকী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সংক্রমণ রুখতে গোটা দেশে পাব, নাইটক্লাব, থিয়েটার, সিনেমাহল, জিম বন্ধ করে দেওয়া হয়েেছ।

English summary
India show the path amidest coronavirus effect, UK clapping as like India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X