For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূমিকম্পের কারণ হাইড্রোজেন বোমাই, দাবি করল পিয়ংইয়ং

অবশেষে মুখ খুলল উত্তর কোরিয়া, ভূমিকম্পের কারণ তাদের শক্তিশালী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষণ বলেই দাবি করল পিয়ংইয়ং।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

অবশেষে মুখ খুলল উত্তর কোরিয়া। ভূমিকম্পের কারণ তাদের শক্তিশালী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষণ বলেই দাবি করল পিয়ংইয়ং। ফলে জাপান ও দক্ষিণ কোরিয়ার অভিযোগই সত্যি প্রমাণিত হল। প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশেই এই সফল পরীক্ষণ বলে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর বিবৃতি দিয়ে জানাল উত্তর কোরিয়া।

ভূমিকম্পের কারণ হাইড্রোজেন বোমাই, দাবি করল পিয়ংইয়ং

মার্কিন জিওলজিক্যাল সার্ভে অবশ্য আগেই দাবি করেছিল, মাটির মাত্র দশ কিমি নিচে কম্পনের উৎসস্থল হওয়ায় প্রাকৃতিক ভূমিকম্পন এটা হতে পারে না। তবে উত্তর কোরিয়া দাবি করলেও আসলে তারা হাইড্রোজেন বোমাই পরীক্ষা করেছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে এর আগে উত্তর কোরিয়া যতগুলি পরমাণু পরীক্ষা করেছে, এবারের বিস্ফোরণ তার অন্তত ১০গুন বেশি শক্তিশালী বলেই জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন হাইড্রোজেন বোমা এমনভাবেই তৈরি যাতে ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে বসিয়ে উৎক্ষেপণ করা যায়। গত সপ্তাহেই তাদের নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্য়ালিস্টিক মিসাইল জাপানকে লক্ষ্য করে উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। তাদের এই পরমাণু পরীক্ষার পর আমেরিকা ও দক্ষিণ কোরিয়া কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

English summary
After tremors felt North Korea admits of testing most powerful hydrogen bomb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X