For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হাবল স্পেস টেলিস্কোপের ৩০তম জন্মদিনে মহাকাশের জাগতিক সৌন্দর্য প্রকাশিত হল

Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের এই পরিস্থিতির মধ্যেও ভালো খবর শুনতে কার না ভালো লাগে। তেমনি একটি মন ভালো করা দৃশ্য নিয়ে আসল হাবল মহাকাশ টেলিস্কোপ। শুক্রবার এই দূরবীক্ষণ যন্ত্র তৈরির সংস্থা ৩০ বছরে পা দিল। আর এই উপলক্ষ্যে হাবল কিছু দারুণ মহাকাশের ছবি প্রকাশ করল। যা মুগ্ধ করেছে দর্শকদের।

৩০ বছরের জন্মদিনে মহাকাশের বহু ছবি প্রকাশ হাবলের

৩০ বছরের জন্মদিনে মহাকাশের বহু ছবি প্রকাশ হাবলের

২টি নিহারিকা, এনজিসি ২০২০ ও ২০১৪, পৃথিবী থেকে প্রায় ১৬৩,০০০ আলোকবর্ষ, ম্যাগেলানিক ক্লাউড, ক্লাস্টার ওয়েস্টারল্যান্ড ২, মিল্কিওয়ের একটি উপগ্রহ গ্যালাক্সি সহ আরও অনেক ছবি প্রকাশ করেছে। ১৯৯০ সালের ২৪ এপ্রিল এই মহাকাশ টেলিস্কোপের আত্মপ্রকাশের পরই মহাকাশের জাগতিক সৌন্দর্য তারা তুলে ধরে মানবজাতির কাছে।

নাসা মহাকাশে এই দূরবীন চালু করে

নাসা মহাকাশে এই দূরবীন চালু করে

নাসা বায়ুমণ্ডলের আসল এবং মনুষ্যনির্মিত আলোর হস্তক্ষেপ ছাড়াই মহাআকাশের চিত্র সংগ্রহ করতে চেয়েছিল, তাই পৃথিবীর চারদিকে কক্ষপথে এই দূরবীনকে চালু করার মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ৪৩ ফুট লম্বা এই পর্যবেক্ষণ যন্ত্রের উন্নতি ও মেরামত করতে মহাকাশচারিরা পরবর্তীকালে পাঁচবার পরিদর্শন করেছেন।

ব্ল্যাক হোলের অস্তিত্বর খোঁজ দেয় হাবল

ব্ল্যাক হোলের অস্তিত্বর খোঁজ দেয় হাবল

এর আগে হাবল প্রমাণ করেছিল যে সুপারম্যাসিভ কালো গহ্বরের অস্তিত্ব রয়েছে এবং তারা বেশিরভাগই ছায়াপথের কেন্দ্রে অবস্থিত তা খুঁজে বের করেছিল। এটি মাত্র তিন শতাংশ অনিশ্চয়তার সঙ্গে মহাবিশ্বের সম্প্রসারণের বর্তমান হার নির্ধারণ করে মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর চিহ্নিত করতে সহায়তা করেছিল। হাবলের উত্তরসূরী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যারা ২০১৯ সালে আত্মপ্রকাশ করে, এটি হাবল টেলিস্কোপকে মহাবিশ্বে নতুন খোঁজকে সহায়তা করবে।

English summary
hubble space telescope turns 30, they release some best space image
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X