For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের পর ভুটান দখলের নেশায় বুঁদ চিন! কোন নারকীয় ছক ঘরে এগোচ্ছে ধূর্ত ড্রাগনরা

লাদাখের পর ভুটান দখলের নেশায় বুঁদ চিন! কোন নারকীয় ছক ঘরে এগোচ্ছে ধূর্ত ড্রাগনরা

  • |
Google Oneindia Bengali News

দিল্লির কাছে জোরদার ধাক্কা খেয়ে বেজিংয়ের নিশানায় এবার থিম্পু। ২৫ তম সীমানা বিষয়ক আলোচনায় এবার ভুটানের সামনে বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে একের পর এক তাস ফেলতে তৈরি হচ্ছে চিন। এদিকে, ভুটানকে এই ইস্যুতে আগেই সমর্থন যুগিয়েছে ভারত। এমন এক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় বিস্তারবাদে ব্রতী চিন কোন ছকে ফাঁস কষছে দেখে নেওয়া যাক।

 ভুটান কেন ভারতের প্রতিরক্ষায় প্রাসঙ্গিক

ভুটান কেন ভারতের প্রতিরক্ষায় প্রাসঙ্গিক

শিলিগুড়ি করিডরের পরেই রয়েছে ভুটানের সীমানা। সেক্ষেত্রে ভুটানের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। ২০১৭ সালে চিন যখন ডোকলাম লড়াইয়ে মাটি তাতিয়ে দিয়েছিল, তখন ভুটানের পাশে এসে দাঁড়ায় ভারত। চলে জোরদার প্রতিরক্ষা।

 ভুটানে দখলদারির গল্প

ভুটানে দখলদারির গল্প

ভুটানের এলাকায় পশ্চিম দিকে ৩১৮ স্কোয়ার কিলোমিটাক, আর কেন্দ্রীয় এলাকায় ৪৯৫ স্কোয়ার কিলোমিটার এলাকা নিজের বলে দাবি করতে থাকে চিন। আর এই ঘটনা ঘিরেই এবার চিন নিজের সর্বশক্তি দিয়ে এলাকা দখলের চেষ্টা করে যাচ্ছে ভুটানেও। যার জেরে একটি বাণিজ্য় সংঘাত ভুটানের ওপর চিন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

 ভুটানের ভিতর ৪০ কিলোমিটার এলাকায় চিন!

ভুটানের ভিতর ৪০ কিলোমিটার এলাকায় চিন!

কূটনৈতিক মহলের ধারণা ২০১৭ সাল নাগাদ তিন -ভারত সংঘর্ষে ভুটানের মধ্যের এলাকার ৪০ কিলোমিটার অঞ্চল জুড়ে ঢুকে পড়ে চিন। ভুটানের চুম্বি এলাকায় তারা দখল ধরে রেখেছে। সেটি ভুটানের এলাকা বলে মামতেই চাইছে না চিন। এমনকি চেনা ছকে ভুটানের অংশের ববু জায়গায় চিন নিজের মতো করে নির্মাণ কাজে উদ্যোগী হয়েছে। এই নির্মাণ কাজই এলাকার অধিকার ধরে রাখার অন্যতম অস্ত্র চিনের।

 ভুটানে ঢুকে এ লাকা খালি করার হুমকি!

ভুটানে ঢুকে এ লাকা খালি করার হুমকি!

জানা গিয়েছে তোর্সা নালার কাথে ভুটানে ঢুকে চিন এলাকার মানুষকে জায়গা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে। গোপনে চিনের সেনা এই কাজ করে যাচ্ছে। এই কাজের নেপথ্যে লালফৌজের একটাই উদ্দেশ্য, তা হল ভারত-ভুটান-চিন ট্রাই জংশনে ঝাম্পেরি রিজে গেমাচেন পর্যন্ত চিনের সীমানা বাড়িয়ে নেওয়া। যা এলাকা খালি করার মধ্য দিয়ে চিন করতে চাইছে। যাতে ওই এলাকাগুলি চিনের বলে মানতে বাধ্য হয় ভারত ও ভুটান। এর আগে, ডোকলাম যুদ্ধের সময় চিনের এমন প্যাঁচ প্রবলভাবে দুমড়ে দেয় ভারতীয় সেনা।

 চিনের আগ্রাসন রুখতে ভুটান তৈরি

চিনের আগ্রাসন রুখতে ভুটান তৈরি

এদিকে, সাকতেং অভয়ারণ্য ঘিরে চিনের লোভাতুর দৃষ্টি রয়েই যাচ্ছে। অন্যদিকে, চিন ক্রমাগত করোনার আবহেও ফের ডোকলাম সীমান্তে নজরদারি তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এমন পরস্থিতিতে রয়্যাল ভুটান আর্মিও পিছিয়ে নেই। তারাও সাজো সাজো রব শুরু করেছে সমরসজ্জা নিয়ে। এদিকে, সাকতেংয়ের পথে চিনের নজরে যে ভুটান সংলগ্ন ভারতের অরুণাচ লপ্রদেশ রয়েছে , সে বিষয়ে সতর্ক ভারত। আর সেই মর্মে থিম্পু-বেজিং আলোচনার দিকে তাকিয়ে দিল্লি।

 ফের গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ফের গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য

English summary
How China plans to take lands from Bhutan also , here is few details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X