For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়দিনের আগে কেঁপে উঠল আমেরিকা, নিউইয়র্কের গির্জায় বন্দুকবাজের এলোপাথারি গুলি!

Google Oneindia Bengali News

বড়দিন উপলক্ষ্যে গির্জার বাইরে চলছিল সঙ্গীত অনুষ্ঠান৷ সেই কনসার্টে গুলি চালানোর ঘটনা ঘটাল এক আততায়ী৷ এরপরই সেই দুষ্কৃতীকে থামাতে পাল্টা গুলি চালায় পুলিশ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয় সেই দুষ্কৃতীর৷ গতকাল বিকেলে ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে ঘটেছে ঘটনাটি৷ অবশ্য কী উদ্দেশে এই হামলা চালানো হয়, তা এখনও স্পষ্ট নয়।

ম্যানহাটনের ক্যাথেড্রাল গির্জায় ঘটে ঘটনাটি

ম্যানহাটনের ক্যাথেড্রাল গির্জায় ঘটে ঘটনাটি

এই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী সংবাদ সংস্থার এক সাংবাদিক জানান, নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে একটি সংগীত অনুষ্ঠান চলছিল৷ অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন কয়েকশো মানুষ৷ অনুষ্ঠানটি শেষ হওয়ার পরই ওই আততায়ী গুলি চালায়৷

জীবন বাঁচানোর চেষ্টায় পালায় সবাই

জীবন বাঁচানোর চেষ্টায় পালায় সবাই

তিনি বলেন, 'আমি দুই থেকে তিনটি গুলি ছোড়ার শব্দ শুনতে পাই৷ শব্দগুলো খুবই তীব্র ছিল৷ আমি সেইদিকে তাকিয়ে দেখি আমার থেকে প্রায় ১০ মিটার দূরত্বে সামনের সিঁড়ি থেকে এক ব্যক্তি গুলি চালাচ্ছে৷ এই দৃশ্য দেখে আমি ওই স্থান থেকে পালিয়ে আমার জীবন বাঁচানোর চেষ্টা করি৷'

পুলিশের ছোড়া গুলিতে মৃত হামলাকারী

পুলিশের ছোড়া গুলিতে মৃত হামলাকারী

সংবাদ সংস্থাকে নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি গুলি চালানোর পরই পাল্টা জবাব দেয় পুলিশ৷ পুলিশের ছোড়া গুলিতে গুরুতর জখম হয় ওই ব্যক্তি৷ পরে তার মৃত্যু হয়৷ প্রত্যক্ষ্যদর্শীদের মতে এই ঘটনায় কেউ জখম হয়নি৷ নিউ ইয়র্কের পুলিশ কমিশনার ডারমোট শি জানান, হামলাকারী বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কিন্তু নিশানা ভুল করায় কোনও হতাহতের খবর নেই।

উদ্ধার হয় একটি ব্যাগ

উদ্ধার হয় একটি ব্যাগ

ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ব্যাগটির মধ্যে থেকে একাধিক সন্দেহভাজন সামগ্রী উদ্ধার হয়েছে। ব্যাগের মধ্যে ছিল গ্যাসোলিন, দড়ি, তার এবং একাধিক ছুঁড়ি। ঘটনাস্থল থেকে দুটি বন্দুকও উদ্ধার হয়েছে। যা দেখে পুলিশের ধারণা, বড়সড় হামলার ছক কষেছিল ওই হামলাকারী।

<strong>প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?</strong>প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?

English summary
Gunman neutralized by New York police after fire opened in Church while Christmas concert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X