For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভুত খুঁজছেন' , এবার চোখ রাখুন আয়ারল্যান্ডের স্কুলের এই রুদ্ধশ্বাস ভিডিওয়

আয়ারল্যান্ডের স্কুলে এবার দেখা মিলল ভূতের, ইন্টারনেটে ভাইরাল সেই স্কুলের সিসিটিভি ফুটেজ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভুতে বিশ্বাস করেন , কিছু মানুষ বলবেন করি, কিছু বলবেন করেন না। স্বাভাবিক যাকে চোখে দেখা যায় না তার অস্তিত্বে কী করে বুঝবেন।

'ভুত খুঁজছেন' , এবার চোখ রাখুন আয়ারল্যান্ডের স্কুলের এই রুদ্ধশ্বাস ভিডিওয়

ভারতে যখন দীপাবলীর ঠিক আগেই ভুত চর্তুদশী হয়, তার ঠিক পরপরই বিদেশ মাতে হ্যালোইনের উৎসবে। আসলে ভূত এমন একটা জিনিস যেটাকে ঠিক জীবনে রাখাও যায়না , আবার দূরে ঠেলে ফেলাও যায়না। তাই আমাদের সামাজিক পুজো পার্বনের মধ্যে ঢুকে গেছে ভুতদের নিয়ে সেলিব্রেশনও। তবে যার কোনও ছবি এখনও কোনও মাধ্যমে ধরা পড়েনি।

তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভৌতিক ভিডিও ভাইরাল হয়। সেরকমই হয়েছে এবারও। সম্প্রতি আয়ারল্যান্ডের কর্কের ডিয়ারপার্ক সিবিএস স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তেমনই কিছু ভৌতিক ঘটনা।

১ অক্টোবর প্রথম ফুটেজটি ইন্টারনেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পর এখন অবধি ১২ কোটি-রও বেশি ভিউ হয়েছে। তারপরই এর আবার দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে। ২৬ অক্টোবর। সেই ভিডিও ইতিমধ্যে ৩ লক্ষ ভিউ হয়ে গেছে।

ভিডিও দুটি স্কুলের বিভিন্ন করিডরের অংশে লাগানো সিসিটিভি-র ফুটেজ বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন জিনিসপত্র নিজে নিজেই জায়গা পরিবর্তন করছে। এই ভিডিও দেখে বিভিন্ন মহল শিহরিত হলেও, বিজ্ঞানমনস্ক বিভিন্ন ফোরামের দাবি এগুলি বিভিন্ন ভাবেই করানো যায়। সে যাই হোক যুক্তি তক্কো শিকেয় রেখে খানিক নাহয় মজুনই ভৌতিক দুনিয়ার ভুতের খোঁজে।

English summary
Ghost video has gone viral in internet, creates sensation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X