For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটি আলাদা কোম্পানির ডোজ মিশিয়ে ভ্যাকসিন নিলেন জার্মান চ্যান্সেলর মর্কেল

  • |
Google Oneindia Bengali News

নিয়ম মেনেই নিয়ম ভাঙলেন জার্মানির চ্যান্সেলর মর্কেল। মঙ্গবার দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার ভ্যাকসিন নেন ৬৬ বছর বয়সী জার্মান চ্যান্সেলর৷ এর আগে এপ্রিল মাসে প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রোজেনকার ভ্যাকসিন নিয়েছিলেন মর্কেল। জার্মানিতে ৬০ বছরের উর্ধ্বের মানুষের জন্য মডার্নার ভ্যাকসিন রেকমান্ড করেছে দেশটি৷ তারপরই দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না নেওয়ার সিদ্ধান্ত অ্যাঞ্জেলা মর্কেল।

দুটি আলাদা কোম্পানির ডোজ মিশিয়ে ভ্যাকসিন নিলেন মর্কেল

দুটি আলাদা ভ্যাকসিনের ডোজ মিশিয়ে নেওয়ার ব্যাপারে সারা বিশ্বে এখনও গবেষণা চলছে৷ দুটি আলাদা কোম্পানির ভ্যাকসিন ডোজ মিশিয়ে নিলে তার প্রভাব কতটা ভালো কিংবা খারাপ হতে পারে সে নিয়ে এখনও সঠিক কিছু সিদ্ধান্ত নিতে পারেননি গবেষকরা৷ সেক্ষেত্রে মর্কেলকে হুইসেল ব্লোয়ার বলা চলে। আগামীদিনে এই পদ্ধতি সফল হলে মর্কেলের নামও জুড়ে যাবে এর সঙ্গে।

সম্প্রতি স্পুটনিকV ও একটি বুস্টার ডোজ নিয়ে আসার কথা ঘোষণা করেছে৷ যা যে কোনও ভ্যাকসিনের দু'টি ডোজ সম্পূর্ণ হবার নেওয়া সম্ভব হবে৷ যদিও এই বুস্টার ডোজ এখনও বাজারে আনেনি রাশিয়ান কোম্পানিটি৷ তবে শুধু জার্মানি নয় অনেক দেশেই দু'টি আলাদা আলাদা কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করে ভ্যাকসিনেশনের ব্যাপারে গবেষণা চলছে৷ অনেক স্বেচ্ছাসেবকরাও এতে অংশগ্রহণ করছে৷ এভাবে ভ্যাকসিন ব্যবহারের সুবিধা হল দ্বিতীয় ডোজের জন্য সেই কোম্পানিরই উপর নির্ভরশীল থাকতে হবে কাউকে৷

৬৬ বছরের জার্মান চ্যান্সেলর গতকাল ভ্যাকসিন নিয়ে এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন বলে খবর। প্রায় ১৬ বছর এই পদে আছেন মর্কেল৷ এবছরই জার্মানির চ্যান্সেলর পদ ছাড়ৈন তিনি৷

English summary
German Chancellor Angela Merkel received the vaccine by mixing doses from two different companies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X