For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UN: ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন! আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের

সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানকে তুলোধোনা ভারতের। তাও আবার কিনা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়েই। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে দাঁড়িয়েই সন্ত্রাসবাস ইস্যুতে বার্

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানকে তুলোধোনা ভারতের। তাও আবার কিনা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়েই। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে দাঁড়িয়েই সন্ত্রাসবাস ইস্যুতে বার্তা তাঁর। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের মূল ঘাঁটি পাকিস্তানই।

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের

শুধু তাই নয়, নিজেদের কার্যকলাপ ঠিক করা উচিৎ বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এমনকি প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করার কথাও উঠেছে তাঁর মুখে।

পাশাপাশি হিলারি ক্লিনটনের একটি মন্তব্যকে হাতিয়ার করেও পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তান সফর চলাকালীন একদা হিলারি ক্লিনটন বলেছিলেন যদি সাপ বাগানে কেউ রাখে তাহলে সেটি প্রতিবেশিদেরই কামড়াবে তা আশা করা ঠিক নয়। অর্থাৎ কার্যকলাপের জন্যেই গোটা বিশ্বই পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলেই মনে করে বলেও মন্তব্য বিদেশমন্ত্রী। বিশ্ব বোকা নয় বলেও মন্তব্য তাঁর। এক আন্তজাতিক মঞ্চে দাঁড়িয়ে এভাবে পাকিস্তানকে আক্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জয়শঙ্কর বলেন, আমরা জানি গোটা বিশ্ব গত দুবছর ধরে করোনার মধ্যে দিয়ে গিয়েছে। আর এই কারণে স্মৃতিগুলি একটু ঝাপসা হয়ে গিয়েছে। কিন্ত্য সন্ত্রাসবাদ কোথা থেকে শুরু হয় বিশ্ব নিশ্চিত ভাবেই ভোলেনি বলেও মন্তব্য বিদেশমন্ত্রীর। এমনকি লাদেনের ঠিকানা দেওয়া নিয়েও আক্রমণ পাকিস্তানকে।

জয়শঙ্কর বলেন, পাকিস্তানকে কীভাবে বিশ্বাস করা যায়, যারা কিনা ওসামা বিন লাদেনের তথ্য দিয়েছিল। তবে পাকিস্তান তাঁদের এই সন্ত্রাদবাদ কার্যকলাপ কতদিন চালু রাখবে তা সে দেশের মন্ত্রীরাই বলতে পারবে বলেও আক্রমণ বিদেশমন্ত্রীর। ফলে ভারতের পরামর্শ মেনে নিজেদের শোধরানের কথাও বলেন জয়শঙ্কর। পাশাপাশি ভালো প্রতিবেশী হওয়ার কথা বলে বিদেশমন্ত্রীর পরামর্শ, আর্থিক বিকাশে মন দিন।

তবে বিশ্ব বোকা নয় বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী। গোটা দেশ সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার সরব হচ্ছে। তাঁরা সবকিছু যানে বলেও মন্তব্য মোদীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর। বলে রাখা প্রয়োজন,সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারত। কিন্ত্য এরপরেও নানা ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে প্রতিবেশী পাকিস্তান।

শুধু সন্ত্রাসবাদই নয়, নানা ভাবে সীমান্তে ড্রাগ সগ একাধিক পাচার চালাচ্ছে পাকিস্তান। বারবার বার্তা দেওয়ার পরেই রাষ্ট্রসংঘের ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান।

সেখানে দাঁড়িয়ে এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে দাঁড়িয়েই পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা এস জয়শঙ্করের। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Foreign minister s jaishankar asks Pakistan to be good neighbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X