For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের জন্যই নরকবাসে ১৮৪টি দেশ! ফের জিনপিং প্রশাসনকে আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের

Google Oneindia Bengali News

গোড়াতেই করোনা বন্ধ বা শেষ না করতে পারাতেই বর্তমানে বিশ্বের ১৮৪টি দেশ নরকবাসে রয়েছে। এহেন মন্তব্য করে ফের একবার চিনকে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস আমেরিকাতে ছড়াতে শুরু করার সময় থেকেই জনসমক্ষে চিনকে একের পর এক আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। এই মন্তব্য সেই তালিকায় নতুন সংযোজন।

প্রথম থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ট্রাম্প

প্রথম থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ট্রাম্প

প্রথম থেকেই করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও পরোক্ষ আবার কখনও সরাসরি চিনকে দোষারোপ করেছেন এই সংক্রমক ব্যাধী ছড়ানোয়। করোনা নিয়ে চিনকে 'কঠিন পরিণতি'র হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প চিনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন

ট্রাম্প চিনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন

ট্রাম্প চিনের বিরুদ্ধে ফের তোপ দেগে বলেন, 'এই ভাইরাসের সংক্রমণ চিনেই চিরতরে বন্ধ করে দেওয়া যেত। কিন্তু সেই প্রয়াস চিন নেয়নি। যদি এটা ভুলবশত হয়ে থাকে, তাহলে ভুলটা ভুলই। কিন্তু এটা যদি তাঁরা জেনে শুনেই করে থাকে, তাহলে জেনে রাখা ভালো, কঠিন পরিণতি অপেক্ষায় করছে তাদের জন্যে।'

করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে ডাকেন ট্রাম্প

করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে ডাকেন ট্রাম্প

প্রথম থেকেই এই করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে ডাকছিলেন ট্রাম্প। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-১৯ যে মারণ থাবা বসিয়েছে, তাতে আপাতত সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকাই। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৩৫ হাজার। এখনও সেদেশে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ লক্ষ ৩৪ হাজার জন। যাদের মধ্যে ১৫ হাজার ৩০০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

করোনায় গোটা বিশ্ব জেরবার

করোনায় গোটা বিশ্ব জেরবার

এদিকে গোটা বিশ্বে এখনও পর্যরন্ত এই মারণ ভাইরাসের থাবার শিকার হয়েছেন ৩১ লক্ষ ৩৯ হাজার জন। প্রাণ হারিয়েছে ২ লক্ষ ১৮ হাজার ১০ জন। এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। এদের মধ্যে ৫৭ হাজার জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

English summary
Donald Trump said that because of China 184 countries are going through hell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X