For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনে রেকর্ড মৃত্যু করোনায়, গোটা বিশ্বে ১৪ লক্ষ ছাড়াল মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা

বিশ্বে মৃত্যুমিছিল চলছে। বিশেষ করে ইউরোপ আর আমেরিকা যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে করোনার মহামারীতে। মঙ্গলবার সারা দিনে সব রেকর্ড ভেঙে মৃত্যু হল সর্বাধিক। একদিনে মৃত্যু হয়েছে ৬২৯১ জনের।

Google Oneindia Bengali News

বিশ্বে মৃত্যুমিছিল চলছে। বিশেষ করে ইউরোপ আর আমেরিকা যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে করোনার মহামারীতে। মঙ্গলবার সারা দিনে সব রেকর্ড ভেঙে মৃত্যু হল সর্বাধিক। একদিনে মৃত্যু হয়েছে ৬২৯১ জনের। আর সর্বমোট মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার। করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে ১৪ লক্ষ।

একদিনে রেকর্ড মৃত্যু করোনায়, বিশ্বে ১৪ লক্ষ ছাড়াল আক্রান্ত

এদিন সবথেকে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। তারপরেই রয়েছে আমেরিকা। ফ্রান্সে মৃতের সংখ্যা একদিন ১৪১৭। আর আমেরিকায় একদিনে মৃতের সংখ্যা ১৩৭১। এর মধ্যে আবার নিউইয়র্কে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। তারপরে রয়েছে ব্রিটেন (৭৮৬), ইতালি (৬০৪), স্পেন (৫৫৬)। আর মোট মৃত্যুর সংখ্যায় এখনও এক নম্বরে ইতালি (১৭১২৭)। তারপের রয়েছে স্পেন (১৩৮৯৭), আমেরিকা (১২২৪২), ফ্রান্স (১০৩২৮)।

আর আক্রান্তের সংখ্যায় সবার থেকে এগিয়ে আমেরিকা। আমেরিকায় আক্রান্ত চার লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত এই সংখ্যাটা ৩,৮৬,১০৪। একদিনেই আমেরিকায় আক্রান্ত ১৯১০০। আর তারপরেই আছে স্পেন (১,৪০,৫১১), ইতালি (১,৩৫,৫৮৬), ফ্রান্স (১,০৯,০৬৯), জার্মানি (১০,০৫,৬০৪)।

একদিনে আক্রান্তের সংখ্যাতেও সবার উপরে আমেরি্কা। আমেরিকায় আক্রান্ত ১৯১০০। এরপর ফ্রান্সে ১১০৫৯, তুরস্কে ৩,৮৯২, ইতালিতে ৩৮৩৬, ব্রিটেন ৩৬৩৪, স্পেন ৩০৩৯। একদিনে মোট আক্রান্তের সংখ্যা ৬২৪৮৬। এই পরিসংখ্যান ক্রমেই ভয়ের রূপ নিচ্ছে।

তবে এর মধ্যে আশার খবর একটাই তিন লক্ষ মানুষ করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে এখন পর্যন্ত। এই সংখ্যাটা এখন ৩,০০৭৩৯। সংক্রমণ সারানোয় সবথেকে বেশি সাফল্য পেয়েছে চিন। তারা ৭৭১৬৭ জনকে সারিয়ে্ তুলেছে। এরপর আছে স্পেন। স্পেন সারিয়ে তুলেছে ৪৩,২০৮ জনকে। তারপর জার্মানি ৩৬০৮১, ইরান ২৭০৩৯, ইতালি ২৪,৩৯২, আমেরিকা ২১৩১৬, ফ্রান্স ১৯৩৩৭।

English summary
Death toll record increases in one day due to Coronavirus outbreak in world. Over 6 thousands are died due to this pandemic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X