For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার উৎপত্তি নিয়ে মার্কিন-চিন সংঘাতের আবহে কীসে থাবা বসাল বেজিং! চড়ছে পারদ

মার্কিন-চিন সংঘাতের আবহে করোনার উৎপত্তি নিয়ে কোন 'দরজা বন্ধ' করল বেজিং! চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

চিন -মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত বহু পুরনো। দুই দেশের বাণিজ্যিক যুদ্ধ বিশ্বকে তোলপাড় করে এসেছে বহু দশক ধরে। এরপর করোনার আবহে প্রশ্ন উঠেছে , কোভিড ১৯ কোন দেশ থেকে ছড়িয়েছে , তা নিয়ে। চিন আগে দাবি করেছিল এর নেপথ্যে রয়েছেন মার্কিনি সেনা। আর মার্কিন যুক্তরাষ্ট্র করোনা নিয়ে চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে। এমন পরিস্থিতিতে চিন ক্রমেই থাবা কষাচ্ছে করোনা গবেষণায়! কোন তথ্য উঠছে?

 চিনের পদক্ষেপ

চিনের পদক্ষেপ

সিএনএন এর একটি রিপোর্ট বলছে, চিনের মাটিতে করোনা ভাইরাস নিয়ে নতুন করে কোন গবেষণা হচ্ছে, তার ওপর কড়া নিরাপত্তা চাপিয়েছে চিন। সেদেশে করোনার উৎপত্তি নিয়ে কোনও গবেষণাপত্র প্রকাশের ওপর তুমুল বিধিনিষেধ আরোপিত হয়েছে বলে খবর।

 করোনা ভাইরাসের গবেষণা নিয়ে চিন কোনপথে!

করোনা ভাইরাসের গবেষণা নিয়ে চিন কোনপথে!

রিপোর্ট বলছে, করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত কোনও গবেষণাপত্র থাকলে , তা আগে ভালোভাবে খতিয়ে দেখেই তবে প্রকাশিত হচ্ছে। প্রবল কড়াকড়ি চলছে সেদেশে করোনা আক্রমণের গবেষণা নিয়ে।

চিন-মার্কিন সংঘাত ও সিআইএ

চিন-মার্কিন সংঘাত ও সিআইএ

এদিকে করোনা সংকট যখন মাথাচাড়া দিচ্ছে, তখন পরিস্থিতে সিআইএ-কে চিনের করোনা ভাইরাস ঘিরে আসল সত্যি' খোঁজ করার কাজে ট্রাম্প জোর কদমে এগিয়ে যেতে বলেছেন ।এমনই তথ্য প্রকাশিত হয়েছে আরও একটি প্রতিবেদনে। ফলে চিনে করোনা ভাইরাস নিয়ে কোন গবেষণা চলছে , তার ওপর এবার মার্কিন গুপ্তচর সংস্থা কড়া নজরদারিতে রয়েছে।

কেন চিনকে ঘিরে আশঙ্কা!

কেন চিনকে ঘিরে আশঙ্কা!

অন্য একটি প্রতিবেদেনের তথ্য বলছে, চিনের উহানের বেশ কয়েকজন আমলারা ভয় পাচ্ছিলেন করোনা আক্রান্তদের নিয়ে সঠিক তথ্য দিতে। এই খবর আমেরিকার সিআইএ-র হাতে এসে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উহানের কর্তারা ভাবছিলেন তাঁরা যদি সঠিক খবর দিয়ে জানান যে আক্রান্ত বা মৃতের সংখ্যা বেশি, তাহলে হয়তো তাঁদের চাকরি চলে যেতে পারে। এমনই তথ্যের খবর রয়েছে মার্কিনি গোয়েন্দাদের হাতে।

English summary
Covid 19 update China tightens Grip over Coronavirus research.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X