For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে করোনার বিষ থাবায় মৃতের শতাংশ বাড়ছে! ভয়ঙ্কর পরিসংখ্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

গত ২ দিনে লাফিয়ে বেড়েছে করোনার জেরে মৃতের সংখ্যা। বিশ্ব জুড়ে এই মৃতের শতাংশ আশঙ্কাজনকভাবে বেড়েছে। লকডাউনের মাঝেও ভারতে ৮৮ জনের দেহে নতুন সংক্রমণের খবর উঠে এসেছে। অন্যদিকে মোট মৃতের সংখ্যা এদেশে পৌঁছেছে ১৭ জনে। এমন পরিস্থিতিতে করোনা সংকট ঘিরে আশঙ্কাজনক বার্তা উঠে আসছে বেশ কিছু পরিসংখ্যানের জেরে।

আক্রান্তের সংখ্যা নিয়ে কিছু পরিসংখ্যান

আক্রান্তের সংখ্যা নিয়ে কিছু পরিসংখ্যান

এখনও পর্যন্ত যা খবর , তাতে ২৭ মার্চ ৫৩২,২৬৩ এর ওপর মানুষ করোনায় আক্রান্ত বিশ্বজুড়ে। যেখানে ৩৮৩৮২৪ জন আক্রান্ত হয়এছেন অল্প মাত্রায়। উল্লেখ্য, এমন অনেকেরই মেডিক্যাল রিপোর্ট উঠে আসছে যাঁদের কোভিড ১৯ ধরা পড়ার পরও তা পরে ঠিক হয়ে গিয়েছে। তবে বিশ্ব জুড়ে এখনব ১৯,৬৩৫ জন গুরুতরভাবে কোভিড ১৯ এ আক্রান্ত। এই গুরুতর আক্রান্তের সংখ্যা ৫ শতাংশ।

২৪ ঘণ্টায় দেশ অনুযায়ী মৃতের পরিসংখ্যান একনজরে

২৪ ঘণ্টায় দেশ অনুযায়ী মৃতের পরিসংখ্যান একনজরে

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা ২৭৯১ । এপর্যন্ত স্পেনে ৭১৮, ইতালিতে ৭১২,ফ্রান্সে ৩৬৫, মার্কিন মুলুকে ২৬৮, ইরানে ১৫৭,ব্রিটেনে ১১৫,নেদারল্যান্ডসে ৭৮,জার্মানিতে ৬১,বেলজিয়ামে ৪২ জনের মৃত্যু সংবাদ এসেছে।

২৪ ঘণ্টার নিরিখে বাকি দেশগুলিতে মৃতের হার কত?

২৪ ঘণ্টার নিরিখে বাকি দেশগুলিতে মৃতের হার কত?

সুইৎজারল্যান্ডে ৩৯ জন, ইন্দনেশিয়ায় ২০,অস্ট্রিয়ায় ১৮, পর্তুগালে ১৭, তুরস্কে ১৬, সুইডেনে ১৫, আয়ারল্যান্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভারতে গতকাল ৪ জনের মৃত্যুর খবর এসেছে।

সুস্থতা বনাম মৃত্যুর হার

সুস্থতা বনাম মৃত্যুর হার

গোটা বিশ্বে সুস্থতার পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ক্রমেই কমছে শতাংশের বিচারে। বিশ্বে ২৪,০৯০ জনের মৃত্যু হয়েছে করোনায় এপযর্ন্ত। যা বলছে, ১৬ শতাংশ মানুষ এপর্যন্ত মৃত। অন্যদিকে, ১২৪, ৪৩৯ জন বিশ্ব এপর্যন্ত সেরে উঠেছেন করোনা থেকে। যা শতাংশের বিচারে ৮৪ শতাংশ।

English summary
Covid 19, Death toll increasing by percentage worldwide, here is the statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X