For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন দেশ ২০২২-কে প্রথম স্বাগত জানাল, কোন দেশই বা ভারতীয় সময় এদিন বিকেলে স্বাগত জানাবে, একনজরে তালিকা

ভারতীয় সময় ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুর। তবে পৃথিবীর অন্য অংশে নতুন বছর (new year) উদযাপন (celebration) শুরু হয়ে গিয়েছে সেই সময়। আবার ১ জানুয়ারি ভারতীয় সময় বিকেল। সেই সময়ও পৃথিবীর অন্য অংশের মানুষ নতুন বছর উদযাপনে সামিল হ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সময় ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুর। তবে পৃথিবীর অন্য অংশে নতুন বছর (new year) উদযাপন (celebration) শুরু হয়ে গিয়েছে সেই সময়। আবার ১ জানুয়ারি ভারতীয় সময় বিকেল। সেই সময়ও পৃথিবীর অন্য অংশের মানুষ নতুন বছর উদযাপনে সামিল হবে। প্রসঙ্গত উল্লেখ্য ভূবৈচিত্রের কারণে সারা পৃথিবী একই সময়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারে না।

যেসব দেশ প্রথম স্বাগত জানাল ২০২২-কে

যেসব দেশ প্রথম স্বাগত জানাল ২০২২-কে

ওশিয়ানিয়া হল পৃথিবীতে প্রথম যা নতুন বছর ২০২২কে প্রথম স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র টোঙ্গা, সামোয়া এবং কিরিবাতি নতুন বছরকে প্রথম স্বাগত জানিয়েছে। ভারতীয় সময় ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুর ৩.৩০-এ এবং গ্রিনিচের সময় ১০ টায় নতুন বছর পালন শুরু হয়েছে।

যেসব দেশ নতুন বছরকে শেষে স্বাগত জানাবে

যেসব দেশ নতুন বছরকে শেষে স্বাগত জানাবে

আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে থাকা জনমানব শূন্য হাউল্যান্ড এবং বেকার দ্বীপপুঞ্জ নতুন বছর ২০২২ সব থেকে পরে পালন করবে। ভারতীয় সময় ১ জানুয়ারি বিকেল ৫.৩০-এ এবং গ্রিনিচের সময় বেলা বারোটায় নতুন বছর পালন শেষ হবে।

নতুন বছর ২০২২ পালন, ৩১ ডিসেম্বর

নতুন বছর ২০২২ পালন, ৩১ ডিসেম্বর

(গ্রিনিচের সময় এবং ভারতীয় সময়)

  • নিউজিল্যান্ড- সকাল ১০.১৫/ বিকেল ৩.৩০
  • অস্ট্রেলিয়া-দুপুর ১/সন্ধে ৬.৩০
  • জাপান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া- বিকেল ৩/ রাত ৮.৩০
  • চিন, ফিলিপিন্স এবং সিঙ্গাপুর- বিকেল ৪/ রাত ৯.৩০
  • বাংলাদেশ- সন্ধে ৬/ রাত ১১.৩০
  • নেপাল-সন্ধে ৬.১৫/ রাত ১১.৪৫
  • ভারত ও শ্রীলঙ্কা- সন্ধে ৬.৩০/ রাত ১২
  • পাকিস্তান- সন্ধে ৭ টা/ রাত ১২.৩০
  • জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, স্পেন-রাত ১১টা/ ভোর ৪.৩০
  • ব্রিটেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল- রাত ১২টা/ ভোর ৫.৩০
নতুন বছর ২০২২ পালন, ১ জানুয়ারি

নতুন বছর ২০২২ পালন, ১ জানুয়ারি

(গ্রিনিচের সময় এবং ভারতীয় সময়)

  • ব্রাজিল- রাত ২/ সকাল ৭.৩০
  • আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পর্তুগাল- রাত ৩/ সকাল ৮.৩০
  • নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডেট্রয়েট- ভোর ৫ টা/ সকাল ১০.৩০
  • চিকাগো- সকাল ৬/ সকাল ১১.৩০
  • কলোরাডো এবং আরিজোনা- সকাল ৭ টা/ দুপুর ১২.৩০
  • নেভাডা- সকাল ৮/ দুপুর ১.৩০
  • আলাস্কা- সকাল ৯/ দুপুর ২.৩০
  • হাওয়াই-সকাল ১০/ দুপুর ৩.৩০
  • আমেরিকান সামোয়া-সকাল ১১/ বিকেল ৪.৩০
  • হাউল্যান্ড এবং বেকার দ্বীপপুঞ্জ- দুপুর ১২ / বিকেল ৫.৩০

১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ, কোউইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু শনিবার থেকে১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ, কোউইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু শনিবার থেকে

English summary
Country which celebrates new year 2022 first and which will celebrate it last
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X