For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ করোনা, মার্কিন মুলুকে ৫ লক্ষের গণ্ডি পার করল মৃতের সংখ্যা

ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ করোনা, মার্কিন মুলুকে ৫ লক্ষের গণ্ডি পার করল মৃতের সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতে করোনা টিকাকরণ শুরুর পর খানিক স্বস্তি পেয়েছিলেন তামাম মার্কিনিরা। যদিও এখনই যে সমস্যার শেষ নয়, তা স্পষ্ট পরিসংখ্যানেই। রবিবার মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ছুঁল ৫ লক্ষের গণ্ডি, জানাচ্ছে মার্কিন স্বাস্থ্যমন্ত্রক। শীতকালে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও সেভাবে বাড়েনি মারণব্যাধি, কিন্তু বর্তমানের পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। এদিকে করোনাকে ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীর সঙ্গে তুলনা করেছেন মার্কিন স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফউসি।

৩ মাসে ১ লক্ষ!

৩ মাসে ১ লক্ষ!

নিউইয়র্কে করোনার প্রথম ধাক্কায় মাত্র ৩ মাসে আমেরিকায় ১ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হন। সূত্রের খবর, গত একমাসের মধ্যে নতুন করে মারা গেছেন প্রায় ১ লক্ষ মার্কিনি! এমতাবস্থায় সঙ্কটকালীন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক হওয়ার সময়ও যে বেশদূরে, তা স্পষ্ট করেছেন ফউসি। ফউসির বক্তব্য, "বর্তমানে আক্রান্ত হওয়ার হার জানুয়ারির থেকে অনেকটাই লঘু। আশা করছি, এ বছর শীত ঘুরে আসার মধ্যেই নির্মূল হবে করোনা।"

 ভ্যাকসিনের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা

ভ্যাকসিনের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা

মারণব্যাধির দাপটে আমেরিকার মত বিশ্বের প্রথম সারির দেশেরও যে দেওয়ালে পিঠ ঠেকেছে, তা স্বীকার করে নিচ্ছেন মার্কিন আধিকারিকরা। গত সপ্তাহেই প্রত্যহ প্রায় ১৭ লাখ ভ্যাকসিন ডোজ তৈরির সিদ্ধান্তের কথা জানান মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। পাশাপাশি মার্কিন মৃত্যু মিছিল ৫ লক্ষের গন্ডির দিকে এগোলে সে বিষয়ে তেমন কিছু বলেননি জো। আগে থেকেই ভবিষ্যদ্বাণী না করে নিঃশব্দে কাজ করার উপরেই অধিক জোর দেন মার্কিন রাষ্ট্রপতি।

দ্বিতীয় ডোজ নিলেন ১.৮ কোটি মার্কিনি

দ্বিতীয় ডোজ নিলেন ১.৮ কোটি মার্কিনি

এদিকে জুলাইয়ের মধ্যেই মার্কিন মুলুকে প্রায় ৬০কোটি ডোজ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ৬.১ কোটি ও দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ১.৮ কোটি মার্কিন নাগরিক। যদিও যুদ্ধকালীন তৎপরতার মাঝেই ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে প্রাকৃতিক বাধার সম্মুখীন আমেরিকা। প্রায় ৬০ লক্ষ ডোজ দেরিতে পৌঁছানোর কথা জানান ফউসি।

করোনাকে পরাজিত করতে বদ্ধপরিকর আমেরিকা

করোনাকে পরাজিত করতে বদ্ধপরিকর আমেরিকা

কোভিড ভাইরাসের একাধিক অধিক সংক্রমণযোগ্য প্রকারভেদের কারণে গবেষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। যদিও এসবের মাঝেই ব্রিটেনের স্ট্রেনের বিরুদ্ধে ফাইজার ও মডার্না ভ্যাকসিনের সফলতার কথা জানিয়েছেন ফউসি। প্রায় অর্ধেক মিলিয়ন মৃত্যুকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে ফউসির বক্তব্য, "করোনা অপরাজিত নয়। আমাদের আবার যুদ্ধ প্রস্তুতি নতুন করে শুরু করতে হবে।"

 ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

English summary
coronavirus raises concerns again death toll crosses 500000 in us
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X